প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। যার ফলে যাত্রীদের ভিড় বেড়েছে সড়ক ও নৌ পথে।
মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাটেও যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলের সাথে বহু সংখ্যক ভেঙে ভেঙে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে।
একই চিত্র দৌলতদিয়া লঞ্চঘাটেও। প্রতিটি লঞ্চেই ছিলো উপচে পরা ভিড়। এ অবস্থায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে পার হচ্ছে লঞ্চগুলো।
যাত্রীর চাপ থাকলেও দৌলতদিয়া ঘাটে নেই কোন যানজট বা ভোগান্তি। ফেরি ও লঞ্চ থেকে যাত্রীরা নেমে চলে যাচ্ছে গন্তব্যে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি চলাচল করছে। সঠিক সিদ্ধান্ত ও ফেরি বাড়ানোর কারণে ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে মানুষ।
রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, ঘাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চুরি, ছিনতাই, দালাল ও যানজট কমাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বস্তির ঈদ যাত্রা উপহার দিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে।