সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে যানজট, ভোগান্তি

আপডেট : ১৫ জুন ২০২৪, ০১:০১ পিএম

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি দফায় দফায় সেতুর টোল আদায়ে কালক্ষেপণ হওয়ায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব এলাকা থেকে কালিহাতীর হাতিয়া এলাকা পর্যন্ত অন্তত সাত কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে।

দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

রয়েছে ভিন্ন চিত্রও। উত্তরের পথে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের গোড়াই থেকে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকা পর্যন্ত অন্তত ৫০ কিলোমিটার সড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।

পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর রাত থেকে সেতুর ওপর যানজটের চাপ বেড়েছে। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় সেগুলো সরাতে বেশ কিছুটা সময় লেগেছে। তাতেও খানিকটা চাপ বেড়েছে।

এছাড়া চাপের কারণে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতুর পূর্ব পাশ থেকে কালিহাতী উপজেলার সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ কাজ করছে, দ্রুত চলাচল স্বাভাবিক হবে।

এছাড়া মহাসড়কে যানজটের কারণে বঙ্গবন্ধু সেতু ভূঞাপুর এলেঙ্গা আঞ্চলিক সড়ক হয়ে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ঈদযাত্রা যানজটমুক্ত ও নির্বিঘ্নে করতে মহাসড়কে প্রায় ৮শ’ পুলিশ সদস্য নিরলস পরিশ্রম করছেন। গত কয়েকবছর এ মহাসড়ক দিয়ে ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা করেছে মানুষ।

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪শ’ টাকা।

দেশের দ্বিতীয় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের প্রায় ২৩ জেলার যানবাহন চলাচল করে। ঈদে অতিরিক্ত যান, দুর্ঘটনা কিংবা টোল প্লাজায় ধীরগতির কারণে অনেক সময় মহাসড়কে যানজট লাগে।

স্বাভাবিকভাবে সেতু দিয়ে প্রতিদিন ১৮/১৯ হাজার যানবাহন পারাপার হয়। ঈদে এর সংখ্যা দাঁড়ায় দুই থেকে তিনগুণ।

শুক্রবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে র‌্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন ও জেলা পুলিশসহ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে।

আইজিপি বলেছেন, ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোরবানির পশুর হাট নিয়ে তিনি বলেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
ঢাকা-টাঙ্গাইল ফোরলেন মহাসড়ক (নগরজালফৈই) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফেডারেল রিপোর্টার্স সোসাইটি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, জামালপুর, শেরপুর, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।  শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা না দেখা সাপেক্ষে...
দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রিকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগে তেল চুরি হতো। এমন অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত