টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়।
এর শহীদ মিনারে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে তারা ভেকু নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মারইয়াম মোকাদ্দাস মিষ্টি বলেন, টাঙ্গাইলে কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে। এরপর আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে দেবো।