সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

সোনারগাঁয় তিন দিন ব্যাপী বউমেলা শুরু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় শতবর্ষী একটি বট গাছের নিচে সিদ্ধেশ্বরী পূজার আয়োজন করা হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছে মেলার। স্থানীয়ভাবে মেলাটি বউমেলা হিসেবে পরিচিত। এই আনন্দ আয়োজন এক সুতোয় বেঁধেছে আশপাশের সব সম্প্রদায়ের মানুষকে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে উপজেলার জয়রামপুর গ্রামে এই পূজা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকরা জানান, এই বটগাছকে সিদ্ধেশ্বরী দেবী রূপে পূজার প্রচলন প্রায় একশ বছর আগে। পরে বংশ পরম্পরায় এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুর দিকে শুধু গৃহবধূদের নিয়ে এই আয়োজন হলেও পরে তাতে বিভিন্ন বয়সের নারীরা অংশ নেন। শতবর্ষী ওই বট গাছটিকে স্থানীয় সনাতন ধর্মের মানুষ সিদ্ধেশ্বরী দেবী বলে আখ্যায়িত করেন। এ গাছটি সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত। কিন্তু এলাকায় এটাকে বলা হয় বউতলা। পুরুষরাও এই মেলায় যান, তবে সংখ্যায় কম। 

পূজা দিতে আসা শীলা রানী জানান, ছোট বেলা থেকে এখানে পূজা দিয়ে আসছি। আমরা সিদ্ধেশ্বরী কালী দেবী হিসেবে এ গাছে পূজা দিই। প্রথা অনুযায়ী এ গাছের গোড়ায় বিভিন্ন বয়সী নারী মাটি দিয়ে থাকেন। মাটির সঙ্গে একটি করে কড়ি দিতে হয়। ধর্মীয় বিশ্বাস, এতে মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাছাড়া পরিবারের সদস্য যতো জন, ততোবার মাটি দিতে হয়।

মেলায় আসা দর্শনার্থীরা  জানান, প্রতি বছর এখানে পরিবারের মঙ্গল কামনায় পূজা-অর্চনা করে আসছেন। এটি বেশ পুরনো রীতি। মূল পূজা দুপুরে হলেও ভোর থেকেই এখানে পরিবারের বধূরা স্নান করে শ্রী সিদ্ধেশ্বরী কালী মাকে তেল-পান দিয়ে পরিবারের সবার জন্য মঙ্গল কামনা করে।

আয়োজক নিলুৎপল রায় বলেন, শুরুর দিকে এখানে পুরুষরা আসতো না, এই পূজা শুধুমাত্র নারীদের জন্য উন্মুক্ত ছিল। জামাইদের নিমন্ত্রণ করা হতো। তারা মেলায় আসতেন, তবে তারা পূজায় অংশ নিতেন না। তাই তখন থেকেই এই মেলা বউমেলা নামে পরিচিতি পায়। পঞ্জিকা অনুসারে নববর্ষের প্রথম দিনে দেশবাসীর মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়।

তিনি জানান, নতুন বছর যেন ভালো কাটে, সবাই যেন ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে তাই এই পূজার আয়োজন। প্রায় একশ বছর ধরে এই পূজার আয়োজনে পুরো এলাকায় বৈশাখী উৎসবের আমেজ বিরাজ করে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে থেমে থাকা ট্রাকে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রাকের হেলপার চান মিয়া নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক আক্তার হোসেন (৫৬) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত