মানিকগঞ্জে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৯ জুন) সকালে জেলার সিংগাইর উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সুবর্ণা আক্তার। ওই গ্রামের আরিফ হোসেনের স্ত্রী।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম বলেন, দীর্ঘদিন ধরে আরিফ-সুবর্ণা দম্পতি গ্যাস বেলুনের ব্যবসা করে আসছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে গ্যাসের বড় বোতল থেকে বেলুন ফোলানোর কাজ করছিলেন তারা। এসময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণে ওই দম্পতি মারাত্মক আহত হন।
তিনি জানান, এরপর আশপাশের লোকজন দ্রুত তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফ বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।