নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এছাড়া অপর এক দুর্ঘটনায় আরও এক বাইক চালক নিহত হয়েছেন। এ নিয়ে জেলায় একদিনে দুর্ঘটনায় চার বাইক আরোহীর মৃত্যু হলো।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিন জন বন্ধু ছিলেন।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য এসেছিলেন। রাতে বাড়ি ফেরার পথে ওই এলাকায় একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন জনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়া মারা যান। আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তারও মৃত্যু হয়।
নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতো। তারা খেলার সামগ্রী কিনে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, মরদেহগুলো থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবার ময়না তদন্তে ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
এর আগে সোমবার দুপুরে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজে দুই মোটরসাইকেরের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রিফাত নীল আহমেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এতে আহত হন আরও একজন।