সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

কলমতেজীতে নিভলো, নতুন আগুন শাপলার বিলে

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৬:৩১ পিএম

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপারখালের বনাঞ্চলে লাগা আগুন নিভেছে। তবে নতুন করে ওই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় আগুনের খবর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, দুপুর সোয়া দুইটায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভাতে রওনা হয়েছে আলাদা পাঁচটি টিম।

রোববার (২৩ মার্চ) সকালে ওই এলাকায় ধোঁয়া দেখে এলাকাবাসী বন বিভাগে খবর দেয়। তৎক্ষণিকভাবে বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার লাইন কাটা শুরু করেছে।

এদিকে বনবিভাগ আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। প্রকৃত ঘটনা জানতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 

বনবিভাগ সূত্র জানায়, রোববার সকালের মধ্যেই বনবিভাগ, ফায়ার সার্ভিসের শরণখোলা, মোড়েলগঞ্জ ও বাগেরহাটের তিনটি টিম, ভিটিআরটি টিম, টাইগার টিম ও এলাকাবাসী সহযোগিতায় কোস্ট গার্ডের কারিগরি সাপোর্ট নিয়ে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। দুপুর সোয়া ১২টায় আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কাজ শেষ করার ঘোষণা দেওয়া হয়। 

সূত্রটি জানায়, সমাপ্ত ঘোষণা দেওয়ার পরপরই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরের শাপলার বিলে আগুনের খবর আসে।  

ধানসাগর বন সংলগ্ন এলাকার সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া জানান,  রোববার সকাল ১০টার দিকে ধানসাগর স্টেশন ও গুলিশাখালী টহল ফাঁড়ির মধ্যবর্তী শাপলা বিলের বনাঞ্চলে ধোঁয়া দেখা যায়। ঘটনাস্থলটি লোকালয় থেকে তিন কিলোমিটার গভীর বন এলাকায়। তাৎক্ষণিকভাবে খবরটি বনবিভাগের নজরে আনে। এর পরপরই শাপলার বিলের দিকে রওনা হন ডিএফও (পূর্ব) ও ধানসাগর স্টেশন কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা। 

শাপলার বিল সংলগ্ন লোকালয়ের একাধিক ব্যক্তি ও বনবিভাগ সূত্র দুপুর সোয় দুইটায় জানায়, ওই বিলের আগুন দাউ দাউ জ্বলছে এবং তা ছড়িয়ে ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। 

পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম জানান, কলমতেজী এলাকায় আগুনে বনভূমির আনুমানিক তিন থেকে চার একর জমির গাছপালা পুড়ে গেছে। তবে টাকার অংকে এর পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। 

তিনি জানান, কলমতেজীর আগুনের ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ)  দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এবং ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস ও কলমতেজী ফরেস্ট  টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শাপলার বিলের আগুনের বিষয়ে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপেন চন্দ্র দাস জানান, ওই এলাকায় ডিএফও স্যারসহ আমরা ঘটনাস্থলে আছি। তবে শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, চিতলমারী ও বাগেরহাটের আলাদা পাঁচ টিম ঘটনাস্থলের দিকে ইতিমধ্যে রওয়ানা হয়েছে। পানি সঙ্কটের কারণে আগুন নেভানোর কাজ এখনও (দুপুর ২.১৫ মি.) শুরু করা সম্ভব হয়নি। 

স্থানীয়রা জানান, ঘটনাস্থল দুটির কাছাকাছি এলাকা আমুরবুনিয়া এলাকার বনে গত বছরের চার মে আগুনের ঘটনা ঘটেছিল। এভাবে প্রতিবছর আগুনের ঘটনা ঘটছে। কিন্তু রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে এক গৃহস্থের তিনটি গরু পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে গেছে গোয়ালঘরও। 
বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। আট ফিট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের পর বনে ছেড়ে দেওয়া হয়েছে। 
গত ২২ মার্চ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় এবং ওই আগুন নিয়ন্ত্রণের একদিনের মাথায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ধানসাগর টহল ফাঁড়ির অধীন...
আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত