ইসলামবিরোধী কোনো ধারা বাংলাদেশের আইনে সংযোজন হলে কারবালায় পরিণত হবে বলে হুমকি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্কে গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, ইসলাম বিরোধী কোনো ধারা বাংলাদেশের আইনে সংযোজন করা হলে শাপলা চত্বর কারবালায় পরিণত হবে।
'কোনো অযুহাতে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না,' হুঁশিয়ারি দেন তিনি।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম নির্মূল করার স্বৈরাচারী হাসিনার অ্যাজেন্ডা বাংলাদেশে আর চলবে না।
একইসঙ্গে বর্তমান শিক্ষা কমিশন বাতিল করে নতুন করে গঠন করার দাবি করেন মুহাম্মদ মামুনুল হক।