বগুড়ায় একটি আঞ্চলিক সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল হঠাৎ ভেঙে যায়। এসময় একটি ট্রাক ওই ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী তিন শ্রমিক নিহত হন। পরে প্রাণ হারান আরও দুই জন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া আদমদীঘির বাসিন্দা মুনসুররের ছেলে শহিদুল ইসলাম (৬০), দুপচাচিয়া বানিয়াদিঘীর সাইফুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (৪৫), একই এলাকার অজিতের ছেলে মোজাহার (৬৫), মো. ওয়াহেদ আলীর ছেলে মেসবাহুল হক স্বাধীন (১৭) এবং ডিপুইল কাহালুর বাসিন্দা কাঙ্গালী সরদারের ছেলে ময়েন সরদার (৬০)।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে পুলিশ জানায়, কাজ শেষে শুক্রবার রাতে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন পাঁচ শ্রমিক। মূল সড়কে ওঠার সময় ভেঙে যায় ভ্যানের এক্সেল। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোজাহার, সাদিকুল ও শহিদুল।
আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে অবস্থার অবনতি হলে দুই জনকে পাঠানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক ময়েন সরদার এবং আরোহী মেসবাহুল হক স্বাধীন প্রাণ হারান।
দুপচাঁচিয়ায় থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি।