সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

ভেঙে যাওয়া ভ্যানের ওপর উঠে গেলো ট্রাক, নিহত পাঁচ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম

বগুড়ায় একটি আঞ্চলিক সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল হঠাৎ ভেঙে যায়। এসময় একটি ট্রাক ওই ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী তিন শ্রমিক নিহত হন। পরে প্রাণ হারান আরও দুই জন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া আদমদীঘির বাসিন্দা মুনসুররের ছেলে শহিদুল ইসলাম (৬০), দুপচাচিয়া বানিয়াদিঘীর সাইফুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (৪৫), একই এলাকার অজিতের ছেলে মোজাহার (৬৫), মো. ওয়াহেদ আলীর ছেলে মেসবাহুল হক স্বাধীন (১৭) এবং ডিপুইল কাহালুর বাসিন্দা কাঙ্গালী সরদারের ছেলে ময়েন সরদার (৬০)। 

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে পুলিশ জানায়, কাজ শেষে শুক্রবার রাতে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন পাঁচ শ্রমিক। মূল সড়কে ওঠার সময় ভেঙে যায় ভ্যানের এক্সেল। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোজাহার, সাদিকুল ও শহিদুল। 

আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে অবস্থার অবনতি হলে দুই জনকে পাঠানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক ময়েন সরদার এবং আরোহী মেসবাহুল হক স্বাধীন প্রাণ হারান।

দুপচাঁচিয়ায় থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি।

একাত্তর/এসি
সিলেটে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...
জয়পুরহাটের খঞ্জনপুরে ট্রাক-ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর রাজারহাট এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক জন নিহত হ‌য়ে‌ছে।
ফল রপ্তানি বাড়াতে কৃষকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকার পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত