বগুড়ার শেরপুরে আকবর আলী সাধু নামে ৬০ বছর বয়সী বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২২ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের ধড়মোকাম গ্রামের চার মাথায় এলাকায় নিজ বাড়ির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়৷
স্বজনদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর আকবর বাড়ির সামনে হাঁটতে করতে বের হন। রাতে গ্রামের একটি দোকানে চা পান শেষে বাড়ির ফেরার পথে দুর্বৃত্তরা আকবরকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়৷ তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আকবরের মৃত্যু হয়৷ পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।