সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

হাসিনা পরিবারের আরও কয়েকটি মামলায় খোঁজ চলছে

আপডেট : ১৮ মে ২০২৫, ০৫:৩৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সন্তান, ভগ্নির বিরুদ্ধে আরও দুই-একটি মামলা অনুসন্ধানে রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন (দুদক) কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি জানান, নির্বাচনের সময়ে শেখ হাসিনার সম্পদ বিবরণীসহ বিভিন্ন সময় সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে।

রোববার (১৯ মে) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি  মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে দুদক জেলা কার্যালয়ের উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদকের ১৭৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) হাফিজ আহসান ফরিদ। 

এসময় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে। শুধু দুদক নয়, সরকারি অফিসের প্রধানরা সপ্তাহে একদিন অফিস খোলা রেখে সেবা প্রত্যাশীদের কথা শোনেন। তাদের অভিযোগ শুনে সমাধান দেবেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের সেবা দিতে আরও আন্তরিক হতে হবে।

গণশুনানির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এতে বক্তব্য রাখেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন,পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ পরিচালক মো. এরশাদ মিয়া। 

সংক্ষিপ্ত আলোচনা সভার পরেই শুরু হয় অভিযোগকারীদের সরাসরি গণশুনানির কার্যক্রম। 

গণশুনানিতে সরকারি ও বেসরকারি ৫৯টি  দপ্তরের বিরুদ্ধে মোট ৩০০টি অভিযোগের মধ্যে ৬১টির শুনানি হয়। বেশ কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং বাকিগুলো সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দিষ্ট সময় দিয়ে সমাধানের নির্দেশ দেওয়া হয়। 

গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। 
মৌলভীবাজারে কলেজ পড়ুয়া মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা, শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন হবে। 
মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই দুই তরুণী মা। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত