২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ২৮ জুলাই।
বুধবার একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে ৩০ জুলাই।
এর আগেই ফল প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার হলেও ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সুরকার।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২৮ মে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে এবার অংশ নিয়েছিলেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।
একাত্তর/আরবি