সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে 

আপডেট : ২০ জুন ২০২৪, ০৪:৪০ পিএম

বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে পেছানো হয়েছে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের সমমানের পরীক্ষাও। 

মঙ্গলবার একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। 

তিনি বলেছেন, সিলেট অঞ্চলের সিলেট বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জুলাই থেকে। 

আগামী ৩০ জুন সারাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এইচএসসি ও সমমানে পরীক্ষা। অন্যান্য বিভাগে এই সূচি অপরিবর্তিত থাকবে বলে জানান তপন কুমার। 

বৃষ্টি ও উজানের ঢলে দ্বিতীয় দফার বন্যায় সিলেট-সুনামগঞ্জে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। চারদিনেও বাসাবাড়ি থেকে পানি না নামায় মানবেতর দিন কাটছে তাদের।

জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অনেকে উঠেছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। পানিবন্দিদের উদ্ধারে বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ। 

সিলেট বোর্ডে প্রায় এইচএসসি ও সমানের পরীক্ষার্থী রয়েছেন এক লাখ। প্রাকৃতিক দুর্যোগে তাদের কথা চিন্তা করেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তপন কুমার। 

এদিকে ৯ তারিখ থেকে পরীক্ষা শুরু পর আগের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ আগের সূচিতে ৯ জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে। আর এর আগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলোর সূচি পরে নির্ধারণ করা হবে।

আরবি
উচ্চ মাধ্যমিক (এইসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে। শেষ হবে দুপুর একটায়। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষায় বসছে ১২ লাখ ৫১ হাজার ১১১...
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভর্তি পরীক্ষার আগের রাতে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত