মালদ্বীপ, শ্রীলংকা ও দুবাইয়ে ১১ দিনের সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশের মূকাভিনয় সংগঠন ব্ল্যাকফেইম থিয়েটার।
দলটির প্রধান সম্পাদক তানভীর শেখ জানান, মালদ্বীপ এর জনপ্রিয় আইল্যান্ড কে-মাফুশী তে অনুষ্ঠিত ‘বিচ কার্নিভাল ফেস্টিভ্যাল-২০২২', শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত কালচারাল এক্সচেঞ্জ মিটিং-২০২২ ও দুবাইয়ে হেরিটেজ কালচারাল প্রোগ্রামে অংশ নেয় ব্ল্যাকফেইম থিয়েটার।
গত ১৮ই জুলাই মালদ্বীপের অন্যতম সংগঠন ডাব্লিউ বি পি এফ ও মালদ্বীপের যুব, ক্রীড়া ও কমিউনিটি ইম্পাওয়ারমেন্ট মন্ত্রনালয়ের আরম্বপূর্ণ আয়োজনের ওপেন স্পেস ক্যাটাগরিতে প্রদর্শিত হয় ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর একক পরিবেশনা বডি মুভমেন্ট বেইসড স্কেচ মাইম ‘C2H4’।
এর আগে ১৫ই জুলাই “কলম্বোতে অনুষ্ঠিত শ্রীলংকার থিয়েটার সংগঠন ‘ইন্টার এ্যাক্ট আর্ট’ ও ‘কলম্বো ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’ কমিটির আয়োজনে ‘কালচারাল এক্সচেঞ্জ মিটিং-২০২২’ এ অংশ নেয় দলটি। এছাড়াও ১৯-২৪ জুলাই সংযুক্ত আরব আমিরাত এ হেরিটেজ কালচারাল প্রোগ্রামে স্থানীয় শিল্পীদের সাথে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে।
একাত্তর/এআর