সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

বিএনপির হাতে হারিকেন, আমরা কাজ করি জনগণের: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৪:২৫ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেখছি বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছেন। তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে। আর মানুষকে ভালো রাখতে এবং জনগণকে নিরাপত্তা দিতে আমরা সব কাজ করছি। আর আমরা দেশের মানুষের জন্য কাজ করবো।

সোমবার (১ আগস্ট) কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি দিনের বেলায় ভোট ডাকাতি করতো। সেটা না পারলে বিজয়ী হয়েছে বলে ঘোষণা দিয়ে দিতে। এখন তাদের কাছ থেকেই নীতি কথা শুনতে হয়, সেটাই আফসোস। বিএনপির চুরি, দুর্নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাদের পাচার করা টাকা দেশে ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়া নয়, ক্ষমতা অবৈধভাবে দখল  করা, দেশ বিকিয়ে দেওয়াই বিএনপির উদ্দেশ্য।

১৫ আগস্টের পর মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে হত্যা করে সামরিক শাসন জারি করা হয়। তারা হ্যাঁ/ না ভোটে ক্ষমতায় বসে দল গঠন করে। ভোট চুরি করে এক তৃতীয়াংশ আসনে জয় নেয় জিয়া। 

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার আগে নানা অপপ্রচার চালানো হয়েছিল। কামালকে ব্যাংক ডাকাত, এমনকি মায়ের নামে বদনাম ছড়ানো হয়। তবে জনপ্রিয়তা কমানোর সব চেষ্টায় ব্যর্থ হয় খুনিরা।

তিনি বলেন, যাদের মেজর থেকে মেজর জেনারেল করলেন, যাদের অফিসার বানালেন, যাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন, যাদের জন্য সারা জীবন জেল জুলুম সহ্য করলেন, সেই মানুষগুলোই শেখ মুজিবকে কেন হত্যা করালো সেই প্রশ্নের জবাব আজও পাই না।

এ সময় জনসংখ্যা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের জনসংখ্যা এখন সাড়ে ১৬ কোটি। এই জনসংখ্যার হিসেবও কারো কারো পছন্দ হয় না। কেন? 

তিনি বলেন, আমরা চাই প্রতিটি পরিবার সুখি হোক। আমরা শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি। সাধারণ মানুষের জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবী জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব দিচ্ছি। 

আরও পড়ুন: ট্রাকে নয়, এবার টিসিবির পণ্য বিক্রি নির্দিষ্ট দোকানে

তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। ভবিষ্যতে যেন আর কেউ এমন ছিনিমিনি খেলতে না পারে।

কৃষকলীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


একাত্তর/এসি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে যে বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে তা হচ্ছে গুম, খুন মানবতাবিরোধী অপরাধ ও বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে ঘটে যাওয়া অকল্পনীয় ও নৃশংসতম...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ দুর্নীতি মামলার পলাতক আসামিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করছে দুর্নীতি দমন কমিশন...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ‘গণহত্যার’ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিষয়ে ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে...
সংস্কারের ইস্যুতে পজেটিভ বিএনপি। তারা আন্তরিক। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, তবে ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে যে কোন সময় সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন করতে...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত