জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও, এখনই ট্রেনের ভাড়া বাড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে কোন প্রস্তাব পাঠাইনি।
এর আগে সকাল ১০টায় মাওয়া রেল স্টেশনে আসেন তিনি। এ সময় পদ্মা সেতুতে রেল সংযোগ কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী কথা বলেন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে।
পরে পদ্মা সেতু পার হয়ে তিনি যান জাজিরা প্রান্তে। সেখানেই কেক কেটে এবং বেলুন উড়িয়ে সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ উদ্বোধন করেন মন্ত্রী।
পরে তিনি জানান, জ্বালানির দাম বাড়লেও এই মুহূর্তে রেলের ভাড়া বাড়ছে না। যথাসময়ে পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজ শেষ হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ।
আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ। এছাড়া কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ।
নুরুল ইসলাম সুজন বলেন, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এ পথে স্লিপার স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে।
ভাঙ্গা স্টেশনকে আধুনিক জংশন করে গড়ে তোলা হচ্ছে। এ জংশনে মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর রেল সংযোগের স্টেশন পয়েন্ট হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যার ক্রীড়নকদের খুঁজতে কমিশন হবে: আইনমন্ত্রী
রেলমন্ত্রী আরও জানান, প্রথম দফায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার পর্যন্ত রেল লাইন বসানোর কাজ হাতে নেয়া হয়েছে।
আগামী চার মাসের মধ্যে মূল সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। সেতুর দুই পাশে আনুষঙ্গিক কাজ শেষে আগামী বছর জুন থেকে ঢাকা-ভাঙ্গা রুটে চলবে যাত্রীবাহী ট্রেন।
একাত্তর/এসি