সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

নির্ধারিত সময়েই উৎপাদনে যাবে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:২৩ পিএম

আগামী বছর জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেয়ার জন্য প্রস্তুত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে, কেন্দ্রটির বিদ্যুৎ গ্রিডে নেয়ার প্রস্তুতিমূলক কাজ এখনও শেষ হয়নি। 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাজ দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন। তিনি জানান, নির্ধারিত সময়েই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। 

২০১৭ সালে শুরু হয় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। যার দায়িত্বে রয়েছে রাশিয়ার মতো বড় দেশ।

করোনার তীব্র সংক্রমণের সময় একদিনের জন্যও থেমে থাকেনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। ফলে বেধে দেয়া সময়ের আগেই শেষ হচ্ছে প্রকল্পের কাজ।

এরই ধারাবাহিকতায় বুধবার বসানো হলো দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি। কেন্দ্রটি আগামী বছরই বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হবে জানান প্রকল্প পরিচালক এবং বিজ্ঞানমন্ত্রী।

প্রথম ইউনিটের চুল্লি বসানোর এক বছরের মাথায় দ্বিতীয় ইউনিটের চুল্লি বসাতে পারাকে বড় অর্জন বলে মনে করছেন স্থপতি ইয়াফেস ওসমান।

তিনি বলেন, আগামী বছর কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম দেশে আসবে। ফলে আগামী ডিসেম্বর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন শুরু করতে পারবে।

আর রূপপুর প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর বলেন, নির্ধারিত সময়ে কাজ শুরু করায় প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে।

তিনি জানান, ২০২৩ সালের শেষের দিকে প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

তবে পাওয়ার গ্রিড কোম্পানি এই বিদ্যুৎ গ্রিডে আনার দায়িত্বে থাকলেও কাজ আগায়নি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, পিছিয়ে থাকলেও কাজ দ্রুত এগিয়ে নিতে বলা হয়েছে। 

বিদ্যুৎ উৎপাদনের সাথে সঞ্চালন তাল মিলিয়ে এগিয়ে যেতে না পারার কারণে এ ধরনের সংকট তৈরি হচ্ছে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। 


একাত্তর/এসজে

এপ্রিলের গরম আর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে আবারও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। কীটতত্ববিদরা বলছেন, গরম ও হালকা বৃষ্টির পরিবেশ এডিস মশাদের বংশ বৃদ্ধিতে সহায়ক।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে ১৪৩২ বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ কর্তৃপক্ষ বলছে, চব্বিশের চেতনা ধারণ করেই এবারের আয়োজন...
পরিবার সমাজ ও রাষ্ট্র; এই তিন প্রতিষ্ঠান সচেতনভাবে কাজ করলেই কেবল নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।
পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সামনে এসময় ৪০ বছরও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।...
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর...
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত