সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

বৈশাখের শুরুতেও তীব্র তাপদাহে পুড়ছে দেশ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৫:১৮ পিএম

বৈশাখের শুরুতেই তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। আরো দুদিন এই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রাজধানী ঢাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

কয়েক দিনের টানা তাপদাহে অতিষ্ঠ নগরজীবন। গরমে হাসফাস অবস্থা মানুষের। দক্ষিণের বায়ুপ্রবাহ না থাকায় তাপ প্রবাহের স্থায়ীত্ব বেশি হচ্ছে। ফলে তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে- এর আগে দেশজুড়ে এমন তীব্র তাপ প্রবাহ কখনও দেখা যায়নি। যাকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। এই গরমে রোগবালাই থেকে রেহাই পেতে বেশী করে তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

image

বৈশাখেও দেখা নেই কাল বৈশাখীর। বৈশাখের আকাশ এখনও যেনো চৈত্রের দাবদাহের দখলে। সূর্যের প্রখর রোদে পুড়ছে সারাদেশ।  তীব্র তাপদাহে দুর্বিসহ জনজীবন। জীবিকার তাগিদে প্রখর রোদেও পথে নামতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। রোদে পুড়ে রিকশা চালাতে হাঁপিয়ে উঠছেন চালকরা। ঘাম ঝরা শরীর নিয়ে গাছ তলায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন অনেকে। তারা বলছেন, রোদের তাপে শরীর ঝলসে যাওয়ার অবস্থা। 

আবহাওয়া অফিস বলছে, আগে তাপদাহ থাকতো এপ্রিল পর্যন্ত। কিন্তু ২০১০ সাল পর থেকে তা আগস্ট পর্যন্ত বিরাজ করছে। প্রকৃতির নিয়ম মতো বৈশাখে দক্ষিণের বাতাস প্রবাহিত হওয়ার কথা। কিন্তু সেই বাতাস প্রবাহিত হচ্ছে পূর্ব-পশ্চিশ দিক থেকে। যা মূলত শীতকালে প্রবাহিত হয়। এর আগে আবহাওয়ার এমন পাগলাটে আচরণ দেখা যায়নি। যাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন এই আবহাওয়াবিদ। 

সারাদেশে এমন পরিস্থিতি থাকতে পারে আরও দুদিন। ২০ তারিখ পর থেকে কমে আসবে তাপমাত্রা। তবে ঈদের আগে টানা বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। 

image

তীব্র গরম থেকে রেহাই পেতে ছাতা ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। রোগবালাই থেকে বাঁচতে প্রচুর পানি, স্যালাইন এবং তরল জাতীয় খাবার বেশি বেশি খাওয়ারও তাগিদ চিকিৎসকদের। 

এদিকে তীব্র গরমে নগরের মানুষ ও প্রকৃতিকে কিছুটা হলেও স্বস্তি দিতে স্প্রে ক্যাননের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি ছিটিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। 

রোদের তাপ বাড়ার সাথে সাথে কষ্ট বেড়েছে খেটে-খাওয়া মানুষের। আবহাওয়া অফিস বলছে, সিলেটে অল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

image

পাবনা

পাবনায় স্বাভাবিকের চাইতে অতিরিক্ত তাপ অনুভব করায়  স্বস্তি নেই কোথাও। তাপদাহের কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমের কারনে হাসপাতাল গুলোতে নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডf-গরম জনিত নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকের চাইতে তিনগুন রোগী ভর্তি রয়েছে।

ঝিনাইদহ

ঝিনাইদহে প্রতিদিন ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। আর এ গরমে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রতিদিন বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর চাপ। চিকিৎসকরা গরমে বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া  ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন।বরিশাল

গরমে বরিশালেও বেড়েছে ডায়রিয়ার প্রভাব। প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ জন রোগি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। 

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় টানা ১৭ দিন ধরে চলছে তাপদাহ। ফলে জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর ভিড়।

image

আবহাওয়া অফিস জানিয়েছেন, রাতের তাপমাত্রা দ্রুত কমে যাবার কারণে সকালের দিকে বিভিন্ন অঞ্চলে কুয়াশার মত অবস্থার সৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের আবহাওয়ার এমন বিরূপ প্রভাব পড়ছে বলেও জানান তারা। 

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ইশ্বরদীতে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে অতিরিক্ত গরমে সারাদেশের হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসকরা এই সময় বাইরের খাবার না খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। 


একাত্তর/এআর

মঙ্গলবার ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে একপশলা বৃষ্টি হলেও গরম কমেনি। তবে বুধবার (১১ জুন) সকাল থেকেই রোদটা যেন আরও চড়া। রোদ আর ভ্যাপসা গরমে বাঙালির জীবন যখন হাঁসফাঁস, তখন এ নিয়ে সুখবর দিলো আবহাওয়া...
রাজধানীতে রোদের তীব্রতা এই আছে এই নেই। ঈদের টানা ছুটিতে সড়কে যানবাহনও কম। অফিস বন্ধ থাকায় এসিও কম চলছে। তারপরও গরমে অতিষ্ঠ মানুষ।
দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১ জুন) আবহাওয়া অফিসের বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই আভাস দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত