সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

ট্রেনে ঈদযাত্রা শুরু, নেই ভোগান্তি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পিএম

ট্রেনে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। প্রথমদিন তেমন কোনো ভিড় না থাকায় ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের।

গত ২৪ মার্চ যারা ট্রেনের আগাম টিকেট কিনেছেন, তারাই বুধবার বিভিন্ন গন্তব্যে যাত্রা শুরু করেছেন।

ঈদে যাত্রী চাপ সামাল দিতে কমলাপুর স্টেশনে প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট। বাঁশ দিয়ে নির্মাণ করা এসব অস্থায়ী গেটের সামনে দায়িত্ব পালন করছেন রেলওয়ের নির্ধারিত কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদ যাত্রার জন্য স্টেশনে আসা যাত্রীদের টিকেট চেক করে ভেতরের যেতে দেয়া হচ্ছে। টিকেট ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না।

যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে বেশ কয়েকটি সংস্থার অস্থায়ী বুথ। পুলিশ, আরএনবি, র‌্যাব সদস্যদের এসব বুথে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করতে আবারো দেখাতে হচ্ছে টিকিট। সেসব টিকিট স্ক্যান করে তথ্য নিশ্চিত হওয়ার পরই ভেতরে যেতে পারছে যাত্রীরা।

আর দালালের দৌরাত্ম্য ও টিকেট কালোবাজারি না থাকায় বাড়তি যাত্রী যাওয়ার সুযোগও নেই বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

কমলাপুর স্টেশনে আসা যাত্রীরা বলছেন, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তির মুখোমুখি হতে হয়নি তাদের।

ঈদের ছুটি এখনো শুরু হয়, তাই ঈদযাত্রার চিরচেনা ভিড়ও চোখে পড়ছে না। আর এবার টিকেট কালোবাজারি বন্ধে আগে থেকেই নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

এবার স্ট্যান্ডিং টিকেট দেয়া হয়েছে মোট সিটের ২৫ শতাংশ। তাই ট্রেনে অতিরিক্ত যাত্রী চাপ হবে না বলে আশা করছেন রেল কর্মকর্তারা।

গত ২৫ মার্চ যারা টিকেট কেটেছেন তারা যাত্রা করবেন বৃহস্পতিবার। আর ২৬ মার্চ আগাম টিকেট সংগ্রহকারীরা শুক্রবার যাত্রা করবেন। শুক্রবার যাত্রীদের ভিড় বাড়তে বলে মনে করছেন রেল কর্মকর্তারা।

আরবি
গেলো বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন আহত হয়েছেন বলে জানায়...
রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ঈদযাত্রার শেষদিনে তীব্র ভোগান্তিতে সড়ক পথের যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা জ্যাম ঠেলে রাজধানীতে ফিরছেন উত্তরবঙ্গের যাত্রীরা।
টিকিট পেতে সমস্যা না হলেও অতিরিক্ত যাত্রীর চাপে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। চিরাচরিতভাবেই ট্রেনের বগি ছাড়িয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে ঢাকায় ফেরত যাত্রীদের।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত