প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রদূত তার দেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে একসঙ্গে কাজ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।