কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক বার্তায় জানানো হয়েছে।
র্যাব জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত আবদুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার-৪ আসনে বদির স্ত্রী শাহীন আক্তার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য হন।
এর আগে এই আসনে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আবদুর রহমান বদি পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আবদুর রহমান বদি সংসদ সদস্য থাকাকালীন ইয়াবা কারবার নিয়ে সমালোচিত ও বিতর্কিত হন। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থার একাধিক প্রতিবেদনেও তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এসব প্রতিবেদনে মাদক কারবারিদের যে তালিকা প্রকাশ করা হয়েছিলো তাতেও বদির নাম ছিল।
এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় সাজা হলে জেলও খাটেন আবদুর রহমান বদি। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে জামিন পান।
মামলা জটিলতার কারণে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেননি। তবে, আওয়ামী লীগ তার স্ত্রীকে মনোনয়ন দেয়।