আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয় এ কারণে প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, অতীতে এক কোটি ভোটার ভোটের অধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। তাই প্রবাসী ভোটারের জন্য প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় যাদের নাম আছে, তারা এই ভোট দিতে পারবে। বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে ভোট দেয়ার প্রস্তাবনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটিং সিস্টেমে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং সিস্টেমের মধ্যে প্রক্সি সিস্টেম নিয়ে কাজ করছেন তারা।
রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের কাছে প্রক্সি ভোট গ্রহণযোগ্য হলে আমরা সিস্টেম ডেভেলপমেন্ট ও আইন পরিবর্তন করবো বলেও জানান তিনি।
এর আগে সোমবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিলো, প্রক্সি ভোট দিতে একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।