সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

প্রবাসীদের প্রত্যাশা পূরণে প্রক্সি ভোটে যেতে হবে: ইসি সানাউল্লাহ

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০১:১১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয় এ কারণে প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, অতীতে এক কোটি ভোটার ভোটের অধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। তাই প্রবাসী ভোটারের জন্য প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় যাদের নাম আছে, তারা এই ভোট দিতে পারবে। বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে ভোট দেয়ার প্রস্তাবনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটিং সিস্টেমে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং সিস্টেমের মধ্যে প্রক্সি সিস্টেম নিয়ে কাজ করছেন তারা। 

রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের কাছে প্রক্সি ভোট গ্রহণযোগ্য হলে আমরা সিস্টেম ডেভেলপমেন্ট ও আইন পরিবর্তন করবো বলেও জানান তিনি।

এর আগে সোমবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিলো, প্রক্সি ভোট দিতে একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

আরবিএস
ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে প্রাক-প্রস্তুতিমূলক সব ধরনের কাজ গুছিয়ে জুলাইয়ে ‘কর্মপরিকল্পনার’ মুদ্রিত কপি জনসম্মুখে প্রকাশ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব আশু বাস্তবায়নে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইসিকে যে চিঠি দেয়া হয়েছিলো তার উত্তর নির্বাচন কমিশন (ইসি) ৩০ এপ্রিল দিবে।
জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 
জাতীয় সংসদ নির্বাচনই মূল ফোকাস মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। ১১...
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত