দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে সরকার।
সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশও যেতে পারে বা নির্বাচন কমিশন একমতও হতে পারে। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে যে ৯টিকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ বলে মনে করছে উপদেষ্টা পরিষদ, সেগুলো নিয়ে মতামত জানাতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৫ মার্চ) ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এক ব্রিফিয়ে এ তথ্য জানান।
পাঁচটি সংস্কার কমিশনের ১২১টি সুপারিশকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ মনে করে এক ডজন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৯টি সুপারিশ রয়েছে।
কমিশনের মতামত চেয়ে ১৯ মার্চ কমিশনে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে আরপিও, নির্বাচন কমিশন সচিবালয় আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকা হালনাগাদসহ ৯টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে পালটা সুপারিশ বা একমত হতে পারে নির্বাচন কমিশন। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি।
তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে মতামত দেওয়া হবে। ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। এটা চলতে থাকবে। এজন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে।
সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করে ইসি সচিব বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কি না তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় আসলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া- যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সমস্ত কাজ শেষ করবো।
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এবং মহাসচিব হিসেবে মামুনুর রশীদের নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে রওশনপন্থিরা।
পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম এনসিপি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির মহাসচিব।
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন করেছে উজ্জল রায় নামের এক ব্যক্তি।