প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, তিস্তা প্রকল্পে পানি ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন। এছাড়া বাংলাদেশে চীনের বিনিয়োগ করার ব্যাপারে ড. ইউনূসের প্রস্তাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করবেন বলেও আশ্বস্ত করেছেন।
রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আসন্ন বিমসটেক সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নেই, তাই আলোচনারও সুযোগ নেই। তবে সাইড লাইন বৈঠকে বিষয়টি উঠতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।
এসময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, চীন থেকে বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চলছে।বাংলাদেশে যখন চীন কারখানা স্থাপন করবে, তখন এর প্রভাব কর্মসংস্থানের ওপর পড়বে।
চীনা প্রেসিডেন্ট মেহমান ড. ইউনূসকে সাদরে বরণ করে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, বৈঠকে লিখিত নোটের বাইরে গিয়ে ক্ষুদ্রঋণ অধ্যয়ন ও বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করেছেন শি জিনপিং।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।