রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য গড়তে নিজেদের মধ্যে আলোচনা করার আহবান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেছেন, মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে।
রোববার (৪ মে) সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এসময়, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করতে হবে।
সকালে সংস্কার প্রস্তাব নিয়ে ১২ দলীয় জোটের সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানান, ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলোচনা করার আহবান জানান তিনি।
এসময় ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক তা চায় না ১২ দলীয় জোট।
স্বৈরশাসন যেন আর না ফিরতে পারে সেই লক্ষ্যে ১২ দলীয় জোট কাজ করছে বলেও জানান তিনি।