সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
 

নিবিড় পর্যবেক্ষণে ভারত-পাকিস্তান পরিস্থিতি: নিরাপত্তা উপদেষ্টা

আপডেট : ০৭ মে ২০২৫, ০৬:৫০ পিএম

ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। 

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একথা জানান। 

এসময় তিনি বলেন, এমন পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। দেশ দুটিকে শান্ত, সংযত থাকা এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। 

এদিকে ভারত থেকে খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশি দাবি করে ১০২ জনকে পাঠানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন,  প্রত্যেকটি একক ঘটনা পর্যবেক্ষণ করে শুধুমাত্র এদেশের নাগরিক হলেই তাদের ফিরিয়ে নেওয়া হবে। তবে সেটাও পুশইন নয়, সঠিক পদ্ধতিতে। 

অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-পাকিস্তান প‌রি‌স্থি‌তি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পাশাপাশি উভয় দেশকে শান্ত থাকার পাশাপাশি সংযম প্রদর্শনের আহবান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহবানও জানা‌চ্ছে।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের জন্য শেষ পর্যন্ত শান্তি আসবে।

একাত্তর/এসি
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ঢাকা।
তেহরানে সমানে হামলা করছে ইসরাইল। তবে সেখানে থাকা দুই হাজার বাংলাদেশি নিরাপদে আছেন এবং তারা তেহরানের বাইরে চলে গেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া মন্তব্যকে বাংলাদেশ সরকার সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয়...
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 
চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গাইবান্ধায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১১ লাখ টাকা,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত