বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে মঙ্গলবার (৩ জুন) রাতে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
যেখানে সংজ্ঞায় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী দুই ক্যাটাগরিতে ভাগ করলেও সম্মান, মর্যাদা, সুযোগ-সুবিধা একই থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।
বুধবার সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে খাটো করতে এই অধ্যাদেশ নয়, মুজিবনগর সরকারে যুক্ত সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে নয় যে তাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই আমরা করেছি। ২০১৮ এবং ২০২২ সালে এটা পরিবর্তন করা হয়েছিলো।