সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

এবার ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, মানতে নারাজ কর্তৃপক্ষ

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম

ভয়াবহ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এমন পূর্বাভাস দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক জরিপ। এডিসের লার্ভার ঘনত্ব আশঙ্কাজনক মান মাত্রার চেয়ে ব্রুটো ইনডেক্স প্রায় ৪০ বেশি। অর্থাৎ ঢাকার ১৫টি বাড়ির মধ্যে ৭ থেকে ৮টি বাড়িতে মিলেছে এডিসের লার্ভা। 

রাজধানীর যাত্রাবাড়ির বাসিন্দা সাইদুল ইসলাম। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুর।  সাইদুলের মত এমন রোগীর সংখ্যা হাসপাতালটিতে প্রতিদিনই বাড়ছে। ঢাকার অন্য হাসপাতালগুলোতেও আগের থেকে বেশি আসছে রোগী। বর্ষাকাল আসার আগেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। 

গত মে মাসে জরিপ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। ওই জরিপে ঢাকার দুই সিটির ১৫ বাড়ির মধ্যে সাত থেকে আটটিতে মিলেছে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি এডিশ মশার লার্ভা। ফলে এবার ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, এডিস মশা ডিম পাড়ে পাত্রে জমে থাকা পানির কানায়। এমনকি পাত্রটি যদি একদম শুষ্কও হয়, কিন্তু কিছুটা ভেজা থাকে—সেখানেও ডিম পাড়ে। তাই ডেঙ্গু রোধে এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ ছাড়া কোনো কার্যকর সমাধান সম্ভব নয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা জরিপের তথ্য মানতে নারাজ দুই সিটি করপোরেশন। তারা দাবি করছেন এডিশের বংশ বিনাশে তাদের কর্মীরা নিরলস কাজ করছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, দেশে মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮৮ জন ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় এডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি। তবে এক দিনের মধ্যে এত রোগী সাম্প্রতিক সময়ে হয়নি। 

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৮৮ রোগীর মধ্যে ২৬১ জনই বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২০২ জনই বরগুনা জেলায়।

আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত দেশে মোট রোগীর সংখ্যা হয়েছে ৫ হাজার ৩০৩।

এখন পর্যন্ত দেশের মোট আক্রান্তের ৭৫ শতাংশই ঢাকার বাইরের। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের। আর এ বিভাগের বরগুনা জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে। এখন পর্যন্ত দক্ষিণের এ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা হয়েছে ১ হাজার ৪০৬। অর্থাৎ দেশের মোট আক্রান্তের ২৬ শতাংশের বেশি বরগুনা জেলায়।

এআরএস
২০২৪ সালের ১৮ জুলাই তারিখটি কোনোদিনও ভুলবে না শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবার। মুগ্ধ নেই বছর হতে চললো। কিন্তু পরিবারের কাছে সে আজও জীবিত।
সরকারি চাকরিতে কতো পদ ফাঁকা আছে? এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য বলছে, পদ ফাঁকা চার লাখ ৬৮ হাজার ২২০টির বেশি। আর তিন জুলাই একাত্তর...
জুলাই-আগস্ট জুড়ে দেশের দেয়ালগুলো যেন হয়ে উঠেছিল স্বপ্নের ক্যানভাস। দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিলো মানুষের মনের ভাষা আর বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন। উঠে এসেছিলো সাম্য মানবিক মর্যাদা আর সমঅধিকার...
ভারতের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বোয়িং সেভেন এইট সেভেন মডেলের ছয়টি উড়োজাহাজের নিরাপত্তা ও সতর্কতায় নজর বাড়ানো হয়েছে। 
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ মৃত্যু হলো দুই জনের।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত