জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো এক মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৪ জুলাই।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রোববার (১৫ জুন) এই আদেশ দিয়েছে।
আজ মামলায় গ্রেপ্তার ৪ আসামি, দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান হোসেন আকাশকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ৯ এপ্রিল এই চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এছাড়া অপর দুই মামলায় গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয় হত্যা মামলা এবং যাত্রাবাড়ীর শনির আখড়ায় ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো দুই মাস সময় দেয়া হয়েছে। প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই সময় মঞ্জুর করেন। এই দুই মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় ৯ পুলিশ সদস্যসহ ১১ আসামিকে সকাল ১০টার আগে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে কাপাসিয়া থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন, পরিদর্শক মো. শফিকুল ইসলাম এবং তিন কনস্টেবল মো. আকরাম হোসেন, মো. ফাহিম হাসান ও মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এছাড়া ইমাম হেসেন তাইম হত্যা মামলার দুই আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।