দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী তিন দিন ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময়ে দেশের পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৫ জুনের পর থেকে দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব, ফলে বিভাগীয় শহরসহ সারাদেশে শুরু হয়েছে ছোট থেকে মাঝারি বৃষ্টি। এরই ধারাবাহিতায় আগামী তিন দিনের জন্য দেশজুড়ে ভারী বর্ষণের সতর্কবার্তা দেয় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে ভূমিধসের পাশাপাশি কিছু জায়গায় জলাবদ্ধতাও হতে পারে। সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
মোংলা, চট্টগ্রাম, খুলনা ও পায়রা বন্দরকে আগামী দুই দিন তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।