সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

হরতালে পুলিশের লাঠিচার্জ-জল কামান

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০১:৫৬ পিএম

দ্রব্যমূল্যের দাম কমানো এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালে জল কামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। এছাড়া কয়েকটি জেলায় হরতালের সমর্থনে মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পল্টন: বাম জোটের ডাকা আধাবেলা হরতালে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ছিটিয়ে নেতাকর্মীদের পল্টন মোড় থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছে পাঁচজন।

image


মতিঝিল-পল্টন জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, হরতালের নামে রাস্তা অবরোধ করে সকাল থেকেই নেতাকর্মীরা যান চলাচলে বিঘ্ন ঘটায়।  পরে তাদের সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বাম জোট নেতা জুনায়েদ সাকী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছিলাম। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের ওপর লাঠিচার্জ করে। পানি ছিটিয়ে আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে তাদের সে বাধা জনগণ মানবে না। জনগণ জেগেছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

খুলনা: বামদলজোটের ডাকা হরতালে খুলনায় সাড়া না পড়োলেও খুলনায় হরতালে পিকেটিং করার প্রস্ততির অভিযোগে খুলনার গোলকমনি শিশু পার্ক এলাকা থেকে সকাল আটটার দিকে বাম দলের ছয় নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতালে বাধা দিয়ে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ ৷ সকাল ৭টার দিকে শহরের চাষাঢ়ায় এই ঘটনা ঘটে।
সকাল পৌনে ৬টায় জোটের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেইট এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি একাধিকবার শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। এসময় জোটের নেতা-কর্মীরা সড়কে চলাচল করা যাত্রীবাহী বাস,পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে দেয়। মিছিল চলাকালীন চাষাঢ়ার মেডিনোভা হাসপাতাল ও গলাচিপার মোড়ে দুটি হাতবোমা বিস্ফোরিত হয় ৷
এসময় বামজোটের মিছিলটি চাষাড়ার বিজয় স্তম্ভের সামনে আসলে ওসির নেতৃত্বে পুলিশ বাধা দেয়৷ বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ। 
এসময় কয়েকজন কর্মী লাঠিচার্জের পরও বাম নেতারা মিছিল অব্যাহত রাখেন। এরপর মিছিলটি ২ নম্বর রেলগেইট এলাকায় আসলে আবারও বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ ও বাম নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বামজোটের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিস্তারিত আসছে...
কোনো স্বজনপ্রীতি নয়, একজন কামারও যেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন, এমন দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন নতুন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ।
বীর মুক্তিযোদ্ধা, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন।
রাজধানীর বাড্ডা ও কোতয়ালী থানার পৃথক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপিসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১১ (বর্তমান ১৪) আসনের সাবেক সংসদ সদস্য এসএ খালেক মারা গেছেন। 
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত