দ্রব্যমূল্যের দাম কমানো এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালে জল কামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। এছাড়া কয়েকটি জেলায় হরতালের সমর্থনে মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পল্টন: বাম জোটের ডাকা আধাবেলা হরতালে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ছিটিয়ে নেতাকর্মীদের পল্টন মোড় থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছে পাঁচজন।
মতিঝিল-পল্টন জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, হরতালের নামে রাস্তা অবরোধ করে সকাল থেকেই নেতাকর্মীরা যান চলাচলে বিঘ্ন ঘটায়। পরে তাদের সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বাম জোট নেতা জুনায়েদ সাকী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছিলাম। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের ওপর লাঠিচার্জ করে। পানি ছিটিয়ে আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে তাদের সে বাধা জনগণ মানবে না। জনগণ জেগেছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতালে বাধা দিয়ে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ ৷ সকাল ৭টার দিকে শহরের চাষাঢ়ায় এই ঘটনা ঘটে।