জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ছয় মাস আগেই দলের জাতীয় সম্মেলনের ঘোষণা দিলো।
আগামী ১২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জিএম কাদেরপন্থি জাপার দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার (৬ মার্চ) দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ৩০ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে স্ব-স্ব জেলায় বর্ধিত সভা করা হবে।
এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে (উপজেলাসহ সব পর্যায়ে) দলীয় প্রতীকে অংশ নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, আগামী ৯ মার্চ জাপার জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে দলটির রওশন এরশাদপন্থিরা। সম্মেলন হওয়ার কথা ছিলো ২ মার্চ। পরে সেটি এক সপ্তাহ পিছিয়ে ৯ মার্চ করা হয়।
গত ১১ ফেব্রুয়ারি গুলশানে নিজ বাসভবনে সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন রওশন এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দ্বন্দ্বের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেননি রওশনে, তার ছেলেসহ কয়েকজন নেতা। ভোটের পর রওশর নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। তবে তাতে পাত্তা দিচ্ছেন না জি এম কাদের।
গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টি থেকে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।