বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দল হিসেবে বিপদে আছে বলেই দেশ বিপদে থাকার প্রচার চালাচ্ছে দলটি। নিজেদের ব্যর্থতা ঢাকতেই কথায় কথায় তারা সরকারের সমালোচনা করছে।
শুক্রবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই। তবে দুর্নীতির একটি চক্রও আছে। এই চক্রকে প্রতিহত করার আহবান জানান তারা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আগে একটা সময় সবাই জানতো, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ হলো সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না সেটা কোনো প্রশ্ন না, ভোটাররা ভোটকেন্দ্রে গেলো কিনা সেটাই হলো প্রশ্ন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, যারা অফিসে আদালতে চাকরি করে, রাজনীতি করে, মাঠে ময়দানে বিভিন্ন ব্যবসাবাণিজ্য করে এদের ভেতরেই দুর্নীতির আখড়া। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো কৃষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের পাশে দাঁড়াতে হবে। তাই কৃষক লীগকে শহর থেকে বেরিয়ে গ্রামে গিয়ে কার্যক্রম চালাতে হবে।
তিনি বলেন, কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বারিধারা শাখা— এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
তিনি আরও বলেন, আজকে সারা বিশ্বের যে সংকট। আজকে এ অবস্থায় কৃষির অর্থনীতি হচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রাণ ভ্রমরা এবং এটাই প্রমাণিত হয়েছে কৃষি বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে।
এদিকে বিএনপি দল হিসেবে দিশেহারা অবস্থায় আছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, দলটির ভবিষ্যৎ নিয়ে তাদের নেতারাও এখন সন্দিহান।
তিনি আরও বলেন, নিজেরা বিপদে আছে; দেশকে বলে বিপদে আছে। বাংলাদেশ বিপদে! বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। এই দলের ভবিষ্যৎ আছে বলে এই দলের কর্মীরাও বিশ্বাস করে না। কাজেই এ নিয়ে মাথাব্যথার কোনো কারণ নেই।
শেখ হাসিনার হাতেই দেশ, অর্থনীতি, গণতন্ত্র ও দেশের ভাবমূর্তি নিরাপদ বলেও দাবি করেন ওবায়দুল কাদের।