সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
 

ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ চায় বিএনপি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম

নির্বাচনে জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। দলটির নেতারা প্রত্যাশা করেন, জনআকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাইরের কোন শক্তি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ।

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ভোটের দিনক্ষণ নিয়ে স্পষ্ট ধারণা না পেয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও জানিয়েছে দলটি। ভোটের দাবিতে এবার পরবর্তী করণীয় ঠিক করতে এবার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বসে বিএনপির লিয়াজোঁ কমিটি।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হয়। 

দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে ১২ দলীয় জোটের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয় বিএনপি। বৈঠক শেষে জোট প্রধান মোস্তফা জামান হায়দার জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তারা, নয়তো বিভ্রান্তি বাড়বে, সুযোগ নেবে পরাজিত শক্তি।

লিয়াজোঁ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সব প্রস্তুতি সম্পন্ন হলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সমস্যা দেখছেন না তারা। সরকারও সেটি বুঝবেন বলেও প্রত্যাশা তার।

এদিকে, আজই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মতের অমিল ও ভিন্ন চিন্তা থাকলেও দেশের স্বার্থে সবাই এক হয়ে লড়েছে বলে মন্তব্য করেন তিনি। আগামী দিনেও দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে বলে আশা তার।

এসময় অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব। 

একাত্তর/আরএ
লন্ডন বৈঠকের মাধ্যমে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার প্রত্যাশা, নতুন বাংলাদেশ গঠনে সামনের দিনেও সবাই ঐক্যবদ্ধ থাকবে।  
চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 
চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গাইবান্ধায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১১ লাখ টাকা,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত