ভারতে বসে গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে হুমকিকে শেখ হাসিনার ট্রাইব্যুনালের বিচারকাজের বাধা কিংবা আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১৫ মে’র মধ্যে শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আলমকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত ফরেনসিক প্রতিবেদন উপস্থাপনের পর বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
পরে প্রসিকিউশন থেকে সাংবাদিকদের জানানো হয়, অনলাইনে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এক মাঘে শীত যায় না।’
প্রসিকিউশন মনে করছে, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার পরও এমন বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কিংবা সাক্ষীদের জন্য হুমকি।
এদিকে, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টের আন্দোলনে পাঁচ আগস্ট নারায়ণগঞ্জে শহীদ আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়া থানায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া স্বামীর অসুস্থতার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষা মন্ত্রী দিপু মনি। তার আবেদনটি নাকচ না করলেও জামিন না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবদনের নির্দেশ বলা হয়েছে।
অপরদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক পুলিশের এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দিয়ে গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান।