বড় মঞ্চে বড় চ্যালেঞ্জ, প্রস্তুত বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো নিজেদের প্রমাণ করা হয়নি ঠিক সেভাবে। গা থেকে ঝরে গেছে আন্ডারডগের তকমা। ওমান আর আরব আমিরাতে এবার বাঘেদের গর্জে ওঠার পালা। রোববারই শুরু হচ্ছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন। খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়।
টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যখন কানে ভাসে, এই দুঃখ-গাঁথা ফিরে ফিরে আসে। ভারতের কাছে সেই শেষ বলের হার আজন্ম আক্ষেপ হয়ে আছে বাংলার ক্রিকেটে। না পাওয়ার সে দুঃখগুলোই এখন বাংলার শক্তি। আন্ডারডগ হিসেবে বিশ্বকাপে যাওয়া দলটার পরিচয় বদলে গেছে, ওরা এখন সমানতালে লড়ে যতে পারে। টাইগাররাই এখন বাকীদের ভয়ের কারণ।
এবারের আসরে সেই ভয়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কেননা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জেতার পাহাড়সম আত্মবিশ্বাস নিয়েই ওমান আর আরব আমিরাত ঘুরে বেড়াচ্ছে টিম টাইগার্স। এই সাথে ওরা আর তলানিতে পরে নেই, র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন নাম্বার সিক্স।
আরও পড়ুন: পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের
বাংলার মিশন শুরু রোববার। প্রথম বাধা স্কটল্যান্ড, একদিন পরপর বাকী দুটি স্বাগতিক ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে। এরপরই ১২ দলের মূল লড়াই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সুখের গল্পটা কম বাংলাদেশের। প্রথম আসর ২০০৭, খেলেছিলো সুপার এইটে। পরের তিনটা আসর গেছে একটা ম্যাচও না জিতে। তার পরের দুই আসরে দুটি করে ম্যাচ জিতেছে অর্থাৎ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মোট ছয় আসরে ১৯ হারের বিপরীতে মাত্র পাঁচটা জয় আছে বাংলাদেশের।
রাতের আধার কাটিয়ে টাইগাররা এখন সোনালী প্রভাতে। দারুণ ব্যালেন্সড একটা দল নিয়ে নতুন কাব্য লিখতে চায় সাফল্যের আঁচড়ে।
একাত্তর/এসজে