সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী রেফারি

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৩:০৯ পিএম

কাতার বিশ্বকাপে প্রথমবারের মত ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন নারী রেফারি।

ইতিহাসের অংশ হওয়া ঐ তিন নারী রেফারি হলেন ফ্রান্সের স্টিফেনি ফ্র্যাপার্ট, রুয়ান্ডার সেলিমা মুকানসানগা ও জাপানের ইওসিমি ইয়ামাশিতা।

বিশ্বকাপ পরিচালনার জন্য ফিফার তালিকাভুক্ত ৩৬ জন রেফারির মধ্যে জায়গা করে নিয়েছেন এই তিন নারী রেফারি।

এছাড়াও সহকারী রেফারি হিসেবে আরো তিন নারী রেফারি কাজ করবেন। তারা হলেন ব্রাজিলের নুয়েজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেডিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।

ইতোমধ্যেই পুরুষ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা দিয়ে যোগ্যতার ভিত্তিতেই ফ্র্যাপার্টরা কাতারে যাচ্ছেন। নারীদের বিশ্বকাপের মত বড় আসরে ম্যাচ পরিচালনার সুযোগ করে দেবার পর ফিফা রেফারি কমিটির প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেন, ‘এখানে আমরা স্পষ্টভাবে একটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছি, সেটা হলো যোগ্যতা। এখানে নারী-পুরুষ আলাদা কোন বিষয় নয়।’

৩৮ বছর বয়সী ফ্র্যাপার্ট ইউরোপে শীর্ষ পর্যায়ে রেফারিং করে যে পরিমাণ প্রশংসা কুড়িয়েছেন তাতে বিশ্বকাপে তার সুযোগ পাওয়া সময়ের ব্যাপার ছিল।

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি সত্যিকার অর্থেই বিশ্বকাপের মূল মঞ্চে কাজ করতে মুখিয়ে আছি। বিশ্বকাপে থেকে বড় কিছু হতে পারেনা।’

ফ্র্যাপার্টের থেকে বয়সে দুই বছরের ছোটা ইয়ামাশিতাও একইভাবে জাপানে পুরুষদের বেশ কিছু শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনা করে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন।

ইয়ামাশিতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশ্বকাপ অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু দায়িত্ব পেয়ে আমি দারুণ খুশী। এই ধরনের সুযোগ কখনো সামনে আসবে তা কল্পনায়ও ছিলনা।’

৩৪ বছর বয়সী মুকানসানগা চলতি বছর জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালনে সফলতা দেখানোর পর বিশ্বকাপে কাজ করার সুযোগ পান।

আরও পড়ুন: বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

রুয়ান্ডার এই রেফারির স্বপ্ন ছিল একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড় হবার। কিন্তু মাত্র ২০ বছর বয়সে নারীদের ঘরোয়া লিগে তিনি ম্যাচ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।


একাত্তর/আরএ

এলেন-দেখলেন-জয় করলেন! মাটি ও মানুষের গন্ধে এসেছিলেন বাংলাদেশে। সঙ্গে এনেছিলেন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠা স্ত্রী অলিভিয়া চৌধুরীকেও।
ব্রাজিলের কোচ বানাতে আবারো কার্লো আনচেলত্তির সাথে আলোচনা শুরু করেছে দেশটার ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিল কাকে বেছে নেবে আনচেলত্তি।
প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো...
সময় ঘনিয়ে আসছে। অপেক্ষা একটি ভোরের। এরপরই বাংলাদেশ-ভারতের ফুটবল মহারণ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে ডার্বি এই ম্যাচ; তাই উত্তেজার পারদ তুঙ্গে। এমন...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত