সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৭:৫৪ পিএম

নারী এশিয়া কাপের টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। জবাবে নির্ধারিত ওভার শেষে মাত্র ৭৭ রান তোলে মালয়েশিয়া। এতে ১১৪ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বুধবার ডাম্বুলায় টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নিগার। ওপেনার দিলারা-মুর্শিদার দারুণ শুরুতে দ্রুত রান আসতে থাকে। সাত দশমিক চার ওভারে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। ২০ বলে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় ৩৩ রান করে সাজঘরে ফেরেন দিলারা। 

পরে নিগারকে নিয়ে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তুলতে থাকেন মুর্শিদা। ১৭ ওভারের যখন মুর্শিদা প্যাভিলিয়নের পথ ধরেন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৫৯ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৮০ রান।

নির্ধারিত ওভার শেষে অপরাজিত থাকেন নিগার। ৩৭ বলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৬২ রান তোলেন তিনি। আর রুমানা আহমেদ অপরাজিত থাকেন ছয় রানে।

১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মালয় শিবিরে আঘাত হানেন জাহানারা। ইনিংসের দ্বিতীয় বলে আইনা হাশমিকে সাজঘরে ফেরান তিনি। 

এরপর ওয়ান জুলিয়া (১১) ও এলসা হান্টার (২০) একটি ছোট জুটি গড়লেও তা স্থায়ী হয়নি। পরে মাহিরাজ ইসমাইল (১৫) দুই অঙ্কের ঘর ছুলেও বাকিদের তা হয়ে ওঠেনি।

নির্ধারিত ২০ ওভার শেষে ৭৭ রানে থামে মালয়দের ইনিংস। বাংলাদেশ জয় পায় ১১৪ রানে। 

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার দুটি এবং জাহানারা, সাকিবুন নাহার, রাবেয়া খান, ঋতু মনি ও স্বর্ণ আক্তার একটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচন হন মুর্শিদা।

একাত্তর/এসি
মহারণের জন্য প্রস্তুত দুবাই। রোববার অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের একাদশ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপে বাংলার মেয়েরা খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে।
নারী এশিয়া কাপে শুক্রবার বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের মিশন। শ্রীলঙ্কার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য মাঠে নামবে বাংলাদেশ। কোচ আর অধিনায়কের কথা, তিন পয়েন্ট পেলে র‌্যাংকিংয়ের পাশাপাশি পরের এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ও আগামী সাফেও প্রভাব থাকবে।
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
সংস্কার না করে নির্বাচন করলে যে দল ক্ষমতায় আসবে তারা আদৌ কি সংস্কার করতে পারবে’- এমন যারা ভাবছেন তাদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গিকার।...
দেশের সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাদের দাবি, শেখ মুজিবের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করতেই ৭২ এর সংবিধান প্রণয়ন করা হয়। যা গেলো ৫৪ বছরেও...
ছয় দফা দাবি আদায়ে এবার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) দেশের জেলা ও বিভাগ পর্যায়ে এই কমসূচি পালন করবেন তারা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত