নারী এশিয়া কাপের টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। জবাবে নির্ধারিত ওভার শেষে মাত্র ৭৭ রান তোলে মালয়েশিয়া। এতে ১১৪ রানের বড় জয় পায় বাংলাদেশ।
বুধবার ডাম্বুলায় টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নিগার। ওপেনার দিলারা-মুর্শিদার দারুণ শুরুতে দ্রুত রান আসতে থাকে। সাত দশমিক চার ওভারে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। ২০ বলে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় ৩৩ রান করে সাজঘরে ফেরেন দিলারা।
পরে নিগারকে নিয়ে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তুলতে থাকেন মুর্শিদা। ১৭ ওভারের যখন মুর্শিদা প্যাভিলিয়নের পথ ধরেন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৫৯ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৮০ রান।
নির্ধারিত ওভার শেষে অপরাজিত থাকেন নিগার। ৩৭ বলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৬২ রান তোলেন তিনি। আর রুমানা আহমেদ অপরাজিত থাকেন ছয় রানে।
১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মালয় শিবিরে আঘাত হানেন জাহানারা। ইনিংসের দ্বিতীয় বলে আইনা হাশমিকে সাজঘরে ফেরান তিনি।
এরপর ওয়ান জুলিয়া (১১) ও এলসা হান্টার (২০) একটি ছোট জুটি গড়লেও তা স্থায়ী হয়নি। পরে মাহিরাজ ইসমাইল (১৫) দুই অঙ্কের ঘর ছুলেও বাকিদের তা হয়ে ওঠেনি।
নির্ধারিত ২০ ওভার শেষে ৭৭ রানে থামে মালয়দের ইনিংস। বাংলাদেশ জয় পায় ১১৪ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার দুটি এবং জাহানারা, সাকিবুন নাহার, রাবেয়া খান, ঋতু মনি ও স্বর্ণ আক্তার একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা নির্বাচন হন মুর্শিদা।