সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

নেইমার ও এনড্রিককে ছাড়া ব্রাজিলের দল ঘোষণা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন আল-হিলাল ফরোয়ার্ড নেইমার জুনিয়র ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এনড্রিক।

১৮ বছর বয়সী এনড্রিক মাদ্রিদের হয়ে এ মৌসুমে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন। শেষ চার ম্যাচে এনড্রিক এক মিনিটের জন্যও মাঠে নামেনি। ৩২ বছর বয়সী নেইমার ইনজুরির কারণে এক বছরের দীর্ঘ অনুপস্থিতি কাটিয়ে গত ২১ অক্টোবর আল-হিলালের হয়ে মাঠে ফিরেছেন।

ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, আমরা তাকে জাতীয় দলে না ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। এখনই তাড়াহুড়ো করে কিছু করতে চাইনা। যদিও নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন। তাকে বাদ দেবার মূল কারণ এটাই।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ওই ম্যাচেই বাম হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।

জাতীয় দলের ফেরার জন্য ২০২৫ সালের মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য নেইমারকে অপেক্ষায় থাকতে হবে।

আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এ্যাওয়ে ও পাঁচদিন পর উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সেলেসাওরা। টেবিলের শীর্ষ ছয়টি দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম স্থানে থাকা দলটি আন্ত:মহাদেশীয় প্লেঅফে খেলার সুযোগ পাবে।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: বেনটো, এডারসন, উইভারটন
ডিফেন্ডার: ডানিলো, ভ্যান্ডারসন, আবনার, গুইলহারমে আরানা, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালেস, মারকুইনহোস, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, জারসন, লুকাস পাকুয়েটা, রাফিনহা
ফরোয়ার্ড: এস্তেভাও, ইগর জেসুস, লুইজ হেনরিক, রডরিগো, সাভিনহো, ভিনিসিয়স জুনিয়র

একাত্তর/আরএ
বেহাল রিয়াল মাদ্রিদ। এক হালি গোল খেয়ে বসলো লস ব্লাঙ্কোস  মেটলাইফ স্টেডিয়ামে তিন মিনিটের ঝড়ে ওলট-পালট হয়ে গেলো কিলিয়ান এমবাপেরা।
আজ ৮ জুলাই, একটি তারিখ যা অনেক ব্রাজিলীয় ফুটবলপ্রেমীর মনে বেদনার ছায়া ফেলে, তাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। এই দিনে, ঠিক ১১ বছর আগে ব্রাজিল জাতীয় ফুটবল দল নিজ মাটিতে জার্মানির কাছে মুখ থুবড়ে পড়েছিল।
নেইমারের ঘরে এখন চার সন্তান, চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সন্তান জন্মের সময়ে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির পাশে থাকতে সান্তোস থেকে ছুটি নিয়েছেন নেইমার জুনিয়র।
গোল করে ছুটে গিয়ে আনচেলোত্তির সঙ্গে সেলিব্রেশনে মাতলেন ভিনিশিয়াস জুনিয়র,  প্যারাগুয়ের বিপক্ষে ওই এক গোলেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল, নয়া কোচ পেলেন পয়লা জয়ের স্বাদ।
গত ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। এই ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে ১৯ জন মারা যান।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত