সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনার জয়

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৩:২২ পিএম

মেসি ফিরলেন, জয় তুলে নিলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দাপট দেখালো ইয়াংস্টাররা। চিলিকে ওদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।

বস ব্যাক টু দ্য অফিস। প্রায় সাত মাস পর আকাশী নীল জার্সিটা গায়ে জড়ালেন লিওনেল মেসি। ম্যাচের ৫৭ মিনিট পর অবশেষে পূর্ণতা পেলো এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোস।

৩৩ মিনিটেই এলএমটেন কাঁপিয়ে দিলেন প্রতিপক্ষকে, বুঝিয়ে দিলেন মেসি ম্যাজিক এখনো আছে বাকি। চিলির বিপক্ষে অনবদ্য আর্জেন্টাইন কাপ্তান। পাস অ্যাকুরিসি ৮১ শতাংশ, অন টার্গেট শট নিয়েছেন একটি। চান্স ক্রিয়েট করেছেন একটি। ম্যাচে মেসির রেটিং ৭.৩।

কে বলবে ফিটনেস ইস্যুতে জর্জরিত এই সুপারস্টার। খবরটা আগেই পাকা ছিলো, চিলির বিপক্ষে স্টার্টিং এলেভেনে মেসির আর্মব্যান্ড নিয়ে যাচ্ছে ইয়াংস্টার নিকো পাজের কাছে। ম্যাচের একেবারে শুরু থেকেই বল দখল থেকে আক্রমণ সবখানেই এগিয়ে আর্জেন্টিনা।

১৬ মিনিটের মাথায় জমে উঠে আলমাদা-আলভারেজ জুটি। চারজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে আলমাদা পাস দেয় আলভারেজকে, ব্যস হুলিয়ান আলভারেজের বুলেট শট, আটকাতে ব্যর্থ চিলির গোলকিপার। ১-০ গোলের লিড বর্তমান চ্যাম্পিয়নদের।

বিরতির পর খানিকটা নড়েচড়ে বসে চিলি। তবে টলাতে পারেনি আর্জেন্টিনার ডিফেন্সকে। অবশেষে নিকো পাজের স্থলাভিষিক্ত হয়ে নামেন মেসি। মুহূর্তেই বদলে যায় ম্যাচের রং। ৮৩ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া করেন গিলিয়ানো সিমিওনে। এরপর আর ম্যাচে আর গোল হয়নি কোনো। টেবিলের ১০ নম্বর দলটার বিপক্ষে টপার আর্জেন্টিনা তুলে নিলো ১১ নম্বর জয় স্কালোনির শিষ্যদের।

ঘরেই হোক কিংবা বাইরে আর্জেন্টিনা মাঠে নামবে আর জয় নিয়ে ফিরবে… নস্ট্রাডমাস না হলেও এই ভবিষ্যদ্বাণী আজকাল করাই যায়। এই দলটা যেন এখন সবার ধরা ছোঁয়ার বাইরে।

এআরএস
প্রতিশোধ নেয়া হলো না, কোনোমতে প্রাণ আর মান বাঁচালো আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়ে আলমাদার গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তারা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান...
১৬ বছরের খরা আর কাটানো হলো না ব্রাজিলের। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের নাচিয়ে ছাড়লো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাটিতে ব্রাজিলকে হারালো ৪-১ গোলে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ডার্বি বলতে এখন ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথকেই বুঝায়। এই দুই মহাশক্তি আবারও মুখোমুখি বিশ্বকাপের বাছাই পর্বে। ম্যাচটিকে ঘিরে এরিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে, আর্জেন্টিনার...
হাতাহাতি আর লাল কার্ডের উত্তেজনায় শেষ হাসি হাসলো আর্জেন্টিনা। লিওনেল মেসি-লাউতারো মার্টিনেসকে ছাড়াও উরুগুয়েকে হারালো ১-০ গোলে। ধরে রাখলো বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের সিংহাসন।
আবারও উত্তপ্ত লোহিত সাগর। ইয়েমেনের হোদেইদা উপকূলে সোমবার একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় দুই জন ক্রু সদস্য নিহত হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। পর্যবেক্ষক সংস্থাগুলোর...
ভয়াবহ দাবানল থেকে রক্ষা করতে স্পেনের উত্তর-পূর্ব তারাগোনা প্রদেশের ১৮ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্স। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় তিন হাজার...
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত