মেসি ফিরলেন, জয় তুলে নিলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দাপট দেখালো ইয়াংস্টাররা। চিলিকে ওদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।
বস ব্যাক টু দ্য অফিস। প্রায় সাত মাস পর আকাশী নীল জার্সিটা গায়ে জড়ালেন লিওনেল মেসি। ম্যাচের ৫৭ মিনিট পর অবশেষে পূর্ণতা পেলো এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোস।
৩৩ মিনিটেই এলএমটেন কাঁপিয়ে দিলেন প্রতিপক্ষকে, বুঝিয়ে দিলেন মেসি ম্যাজিক এখনো আছে বাকি। চিলির বিপক্ষে অনবদ্য আর্জেন্টাইন কাপ্তান। পাস অ্যাকুরিসি ৮১ শতাংশ, অন টার্গেট শট নিয়েছেন একটি। চান্স ক্রিয়েট করেছেন একটি। ম্যাচে মেসির রেটিং ৭.৩।
কে বলবে ফিটনেস ইস্যুতে জর্জরিত এই সুপারস্টার। খবরটা আগেই পাকা ছিলো, চিলির বিপক্ষে স্টার্টিং এলেভেনে মেসির আর্মব্যান্ড নিয়ে যাচ্ছে ইয়াংস্টার নিকো পাজের কাছে। ম্যাচের একেবারে শুরু থেকেই বল দখল থেকে আক্রমণ সবখানেই এগিয়ে আর্জেন্টিনা।
১৬ মিনিটের মাথায় জমে উঠে আলমাদা-আলভারেজ জুটি। চারজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে আলমাদা পাস দেয় আলভারেজকে, ব্যস হুলিয়ান আলভারেজের বুলেট শট, আটকাতে ব্যর্থ চিলির গোলকিপার। ১-০ গোলের লিড বর্তমান চ্যাম্পিয়নদের।
বিরতির পর খানিকটা নড়েচড়ে বসে চিলি। তবে টলাতে পারেনি আর্জেন্টিনার ডিফেন্সকে। অবশেষে নিকো পাজের স্থলাভিষিক্ত হয়ে নামেন মেসি। মুহূর্তেই বদলে যায় ম্যাচের রং। ৮৩ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া করেন গিলিয়ানো সিমিওনে। এরপর আর ম্যাচে আর গোল হয়নি কোনো। টেবিলের ১০ নম্বর দলটার বিপক্ষে টপার আর্জেন্টিনা তুলে নিলো ১১ নম্বর জয় স্কালোনির শিষ্যদের।
ঘরেই হোক কিংবা বাইরে আর্জেন্টিনা মাঠে নামবে আর জয় নিয়ে ফিরবে… নস্ট্রাডমাস না হলেও এই ভবিষ্যদ্বাণী আজকাল করাই যায়। এই দলটা যেন এখন সবার ধরা ছোঁয়ার বাইরে।