সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

জাহাজী পেলো দেশসেরা উদ্যোক্তার পুরস্কার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০২:০৭ পিএম

নৌপরিবহন খাতে ই-লজিস্টিকস ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে জাহাজী লিমিটেড। ‘আর্লি স্টেজ স্টার্টআপ’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জাহাজী লিমিটেডকে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানটি ৫ লাখ টাকা, ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট এবং এর উদ্যোক্তারা বিদেশের সফল স্টার্টআপগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

দেশীয় ১৮০টি স্টার্টআপ এ প্রতিযোগিতায় অংশ নেয়। বুট ক্যাম্প ও স্বতন্ত্র দুটি বিচারক প্যানেল বাছাইয়ের কাজ করে। তিনটি ধাপ পেরিয়ে আইডিয়া রাউন্ড ও আর্লি স্টেজে মোট ২০টি প্রতিষ্ঠান চূড়ান্ত পর্বের জন্য বিবেচিত হয়।

জাহাজীর জনসংযোগ বিভাগের প্রধান জোনাথন দাস এ বিষয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে ডিজিটাল ইকো সিস্টেম তৈরি করতে পারব বলে আমরা আশাবাদী। ভালো বিনিয়োগকারী পেলে আমরা দেশের গণ্ডি ছেড়ে বিদেশেও কাজ করতে পারব।

বাংলাদেশের নৌপথের জন্য জাহাজী একটি আইওটি ডিভাইস তৈরি করেছে, যেটি বাংলাদেশে বানানো একমাত্র ডিভাইস, যা নৌপথের প্রায় সবখানে ডেটা ট্রান্সমিশন-সুবিধা দিতে পারে।

আরও পড়ুন: গোপনীয়তা নিয়ে শঙ্কিত ৯৭% মোবাইল ব্যবহারকারী: টেলিনর

জাহাজী অ্যাপটি ব্যবহার করে অভ্যন্তরীণ নৌ-রুটে বাল্কহেড ভাড়া করার পাশাপাশি যেকোন নৌযান ট্র্যাক করা যায়। এছাড়া অভ্যন্তরীণ জাহাজের কর্মীরা এ অ্যাপের মাধ্যমে চাকরিও খুঁজতে পারেন।


একাত্তর/আরএ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত