নৌপরিবহন খাতে ই-লজিস্টিকস ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে জাহাজী লিমিটেড। ‘আর্লি স্টেজ স্টার্টআপ’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জাহাজী লিমিটেডকে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানটি ৫ লাখ টাকা, ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট এবং এর উদ্যোক্তারা বিদেশের সফল স্টার্টআপগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
দেশীয় ১৮০টি স্টার্টআপ এ প্রতিযোগিতায় অংশ নেয়। বুট ক্যাম্প ও স্বতন্ত্র দুটি বিচারক প্যানেল বাছাইয়ের কাজ করে। তিনটি ধাপ পেরিয়ে আইডিয়া রাউন্ড ও আর্লি স্টেজে মোট ২০টি প্রতিষ্ঠান চূড়ান্ত পর্বের জন্য বিবেচিত হয়।
জাহাজীর জনসংযোগ বিভাগের প্রধান জোনাথন দাস এ বিষয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে ডিজিটাল ইকো সিস্টেম তৈরি করতে পারব বলে আমরা আশাবাদী। ভালো বিনিয়োগকারী পেলে আমরা দেশের গণ্ডি ছেড়ে বিদেশেও কাজ করতে পারব।
বাংলাদেশের নৌপথের জন্য জাহাজী একটি আইওটি ডিভাইস তৈরি করেছে, যেটি বাংলাদেশে বানানো একমাত্র ডিভাইস, যা নৌপথের প্রায় সবখানে ডেটা ট্রান্সমিশন-সুবিধা দিতে পারে।
আরও পড়ুন: গোপনীয়তা নিয়ে শঙ্কিত ৯৭% মোবাইল ব্যবহারকারী: টেলিনর
জাহাজী অ্যাপটি ব্যবহার করে অভ্যন্তরীণ নৌ-রুটে বাল্কহেড ভাড়া করার পাশাপাশি যেকোন নৌযান ট্র্যাক করা যায়। এছাড়া অভ্যন্তরীণ জাহাজের কর্মীরা এ অ্যাপের মাধ্যমে চাকরিও খুঁজতে পারেন।
একাত্তর/আরএ