সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

ব্রিটেনে কাব্যশীলনের উদ্যোগে বসন্ত উৎসব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ পিএম

সাহিত্যকাগজ কাব্যশীলন যুক্তরাজ্যের লিডস শহরে বসন্ত উৎসব উযদাপিত হয়েছে। স্থানীয় সময় সোমবার শহরের মুরটাউন মেথডিস্ট চার্চ হলের এই আয়োজনে সঙ্গীত, কবিতা ও নৃত্যে অংশ নেন বাঙালিদের পাশাপাশি স্বনামধন্য অবাঙালি কবি, লেখক ও শিল্পীরা।  

সাহিত্য পত্রিকা কাব্যশীলনের নির্বাহী সম্পাদক কবি সৈয়দ আনোয়ার রেজা জানান, এই অভূতপূর্ব অনুষ্ঠানকে ঘিরে লিডস ও কাছের শহরের শিল্পপিপাসু দর্শকদের মধ্যে বিপুল কৌতুহল ও উদ্দীপনা লক্ষ্য করি। ব্রিটেনে অবাঙালি মানুষদের মধ্যেও স্প্রিং সেলিব্রেশনের রেওয়াজ রয়েছে। ফলে এতে বাঙালিদের পাশাপাশি বিপুলসংখ্যক অবাঙালিও যুক্ত হন। 

ঋতুরাজ বসন্ত আসার সঙ্গে সঙ্গে ব্রিটেনে নিসর্গও পুষ্পে-পত্রে-পল্লবে এক বিচিত্র মহিমায় মূর্ত হয়ে ওঠে। ফলে এই উদযাপন আমাদের পার্থিব জীবনের আনন্দকে আরও বর্ণময়, আরও গভীর করে। 

বসন্তের এই বিচিত্র আয়োজনে এবার পাশ্চাত্য সঙ্গীত পরিবেশন করেন ইউক্রেনের জাতীয় পুরষ্কারজয়ী এক শিল্পী। বসন্তেকে ঘিরে রচিত অন্য সংগীত পরিবেশন করেন প্রখ্যাত উপশাস্ত্রীয় শিল্পী সুমনা বসু, রবীন্দ্রসংগীতশিল্পী অভ্র ভৌমিক, লোকশিল্পী সৈয়দ হাসান। কবিতা পাঠে অংশ নেবেন কবি শ্রী গাঙুলি, সঙ্গীতজ্ঞ ড. মাট প্রিটচার্ড, চিত্রশিল্পী ও আবৃত্তিকার ক্রিস্টিন কামেনসিকভা, সামান্থা ওয়াকার, নাট্যশিল্পী সোমা ঘোষ, মুনাসির কামাল, ডা. শারমিন নিজাম, ড. কানিজ ফাতেমা চৌধুরী, ডা. জিত গাঙ্গুলী, লেখক ও চিত্রশিল্পী নাজিয়া আমিন, জাফিরা সালাম, মিতুল ইফফাত ও নার্গিস ফেরদৌসি। এতে নৃত্য পরিবেশন করেন ওডিসি নৃত্যশিল্পী জয়তী পাল, শাস্ত্রীয় ও বাংলা লোকনৃত্যশিল্পী সুমাইয়া ইমাম সুচিতা ও অর্জিতা দাশ।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংস্কৃতিক সংগঠন ‘একতারা ফ্লোরিডা’র উদ্যোগে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।গত ১২ ফেব্রুয়ারি সংগঠনটির উদ্যোগে সানরাইজ সিভিক সেন্টারে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের অংশগ্রহণে চতুর্থ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত