সাহিত্যকাগজ কাব্যশীলন যুক্তরাজ্যের লিডস শহরে বসন্ত উৎসব উযদাপিত হয়েছে। স্থানীয় সময় সোমবার শহরের মুরটাউন মেথডিস্ট চার্চ হলের এই আয়োজনে সঙ্গীত, কবিতা ও নৃত্যে অংশ নেন বাঙালিদের পাশাপাশি স্বনামধন্য অবাঙালি কবি, লেখক ও শিল্পীরা।
সাহিত্য পত্রিকা কাব্যশীলনের নির্বাহী সম্পাদক কবি সৈয়দ আনোয়ার রেজা জানান, এই অভূতপূর্ব অনুষ্ঠানকে ঘিরে লিডস ও কাছের শহরের শিল্পপিপাসু দর্শকদের মধ্যে বিপুল কৌতুহল ও উদ্দীপনা লক্ষ্য করি। ব্রিটেনে অবাঙালি মানুষদের মধ্যেও স্প্রিং সেলিব্রেশনের রেওয়াজ রয়েছে। ফলে এতে বাঙালিদের পাশাপাশি বিপুলসংখ্যক অবাঙালিও যুক্ত হন।
ঋতুরাজ বসন্ত আসার সঙ্গে সঙ্গে ব্রিটেনে নিসর্গও পুষ্পে-পত্রে-পল্লবে এক বিচিত্র মহিমায় মূর্ত হয়ে ওঠে। ফলে এই উদযাপন আমাদের পার্থিব জীবনের আনন্দকে আরও বর্ণময়, আরও গভীর করে।
বসন্তের এই বিচিত্র আয়োজনে এবার পাশ্চাত্য সঙ্গীত পরিবেশন করেন ইউক্রেনের জাতীয় পুরষ্কারজয়ী এক শিল্পী। বসন্তেকে ঘিরে রচিত অন্য সংগীত পরিবেশন করেন প্রখ্যাত উপশাস্ত্রীয় শিল্পী সুমনা বসু, রবীন্দ্রসংগীতশিল্পী অভ্র ভৌমিক, লোকশিল্পী সৈয়দ হাসান। কবিতা পাঠে অংশ নেবেন কবি শ্রী গাঙুলি, সঙ্গীতজ্ঞ ড. মাট প্রিটচার্ড, চিত্রশিল্পী ও আবৃত্তিকার ক্রিস্টিন কামেনসিকভা, সামান্থা ওয়াকার, নাট্যশিল্পী সোমা ঘোষ, মুনাসির কামাল, ডা. শারমিন নিজাম, ড. কানিজ ফাতেমা চৌধুরী, ডা. জিত গাঙ্গুলী, লেখক ও চিত্রশিল্পী নাজিয়া আমিন, জাফিরা সালাম, মিতুল ইফফাত ও নার্গিস ফেরদৌসি। এতে নৃত্য পরিবেশন করেন ওডিসি নৃত্যশিল্পী জয়তী পাল, শাস্ত্রীয় ও বাংলা লোকনৃত্যশিল্পী সুমাইয়া ইমাম সুচিতা ও অর্জিতা দাশ।