রাজধানীর শাহবাগে আবাসিক ভবন থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনে গৃহকর্মীর কাজ করতেন।
শুক্রবার রাতে পড়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে নাজমা (১৬) নামের ওই কিশোরীর মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহে।
নাজমা যে বাসায় কাজ করতেন তার গৃহকর্ত্রী জানান, তারা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় নাজমাকে। কিভাবে কী হয়েছে তা তাদের জানা নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নাজমাকে হাসপাতালে নিয়ে আসতে ব্যক্তিদের বরাতে বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ভবনের অষ্টম তলা থেকে তিনি লাফ দিয়েছেন বা পড়ে গেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, পুলিশ বিষয়ে তদন্ত করছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।