ঈদযাত্রায় নৌপথে যাত্রার শেষটাও শুরুর মতো স্বস্তির হলো। নির্বিঘ্নে বাড়ি ফিরলেন ঈদের আনন্দ ভাগ করতে করতে যাওয়া মানুষগুলো।
ঈদের আগের দিন বুধবার সকালের দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের মানুষের কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় অনেকটাই কমে আসে।
মূলত যারা মঙ্গলবার ছুটি পাননি বা দিনমজুর তারাই প্রিয়জনের কাছে ছুটেছেন। অনেকই আবার তাদের স্ত্রী-সন্তানদের আগেভাগেই পাঠিয়ে দিয়ে শেষ মূহুর্তে রাজধানী ছেড়েছেন। এদিন দুপুরের পর থেকে বেশিরভাগ লঞ্চই ফাঁকা ছেড়ে যেতে দেখা গেছে।
বিআইডাব্লিউটিএ জানিয়েছে, বুধবার প্রায় ৬৫টির মতো লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। যাত্রী হওয়ার পরও না ছাড়া, অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ার অভিযোগে চারটি লঞ্চের যাত্রা বাতিলও করা হয়েছে।