রাজধানীর খিলগাঁও এলাকার ঝোপঝাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার দুপুরে আফতাবনগরের ঝিলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুর ইসলাম (৫০) বাংলাদেশ মহিলা সমিতির জুতা তৈরি প্রকল্পের প্রশিক্ষক ছিলেন। তিনি কেরানীগঞ্জ বায়েরচরের আব্দুল করিমের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল হাসান বলেন, শুক্রবার বেলা আনুমানিক ১২টার দিকে খিলগাঁও আফতাবনগর দাশেরকান্দি, তালতলা নাম স্থানে ঝোপঝাড় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে বাড্ডা থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং সিআইডি’র প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় পাওয়া যায়।
তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে পেটানোর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্ত বা ছিনতাইকারীরা তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে নিয়ে পিটিয়ে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।