যে বাজারে বিক্রি হয় মানুষ, দরদাম চলে পণ্যের মতো। শুনতে অবাক লাগলেও এমন বাজারও মেলে খোদ রাজধানীতে। ভোরের আলো ফুটতেই বসে বাজার শেষ হয়ে যায় সকাল ১১টার মধ্যে। বলা হচ্ছে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাসস্ট্যান্ডের শ্রম বিক্রির বাজারের কথা।
নারী-পুরুষ উভয়ের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে।তবে কাজ কমেছে বলছেন শ্রমিক আর নিয়োগদাতারা। সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি বাজারে জিনিসের দামে ক্ষোভ তাদের কথায়। জীবন যেন আর চলেনা তাদের। তাদের কথাই এবার তুলে এনেছে একাত্তর টিভি।
মিরপুরের সেই হাটে পণ্যের মতো কেনাবেচা হয় মানুষের শ্রম। শ্রম কেনাবেচা এই হাটে কমবয়সীদের দাম বেশি। আর দুর্বল ও বয়স্কদের দাম কম। আবার নারীদেরও কম।
পণ্যের মতো দরকষাকষি করেই কেনা বেচা হয় মানুষের শ্রম। রাজধানীর বিভিন্ন স্থান থেকে কাজের খোঁজে দলে দলে মানুষ শ্রম বিক্রির জন্য আসেন এখানে। তবে, এখন কাজ অনেক কমে গেছে।
দুই পক্ষের মধ্যে কেনাবেচার দফা-রফা হবার পর শেষ হয় বিক্রি পর্ব। শ্রমজীবী মানুষগুলো যেদিন নিজের শ্রম বিক্রি করতে পারেন না, সেদিন তাদের ফিরতে হয় খালি হাতে। পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।
তাদের নিয়োগদাতারাও জানিয়েছেন, কাজ এখন কম গেছে। দরদাম করে যারা কাজ পায় তাদের উচ্ছ্বাস আর হাসিই বলে দেয় কতটা কাঙ্ক্ষিত ছিলো একটা কোন কাজ পাওয়া। আর রুটি রুজির সংস্থান মেলা।
রাজধানীতে পণ্যের মতো দরদামে বিক্রি হয় মানুষের কথা জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন।