সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

একাত্তরের ক্যামেরায় ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর আগ মুহূর্ত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

আজ সকালেই ছুটিতে গ্রামের বাড়ি যাবার কথা ছিলো ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের। কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুনের খবরে ডাক পড়ে তারও। আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেছে বেপরোয়া ট্রাক চাপায়। বাবা-মায়ের একমাত্র ছেলে নয়ন দু’বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেয়। মৃত্যুর মাত্র এক মিনিট আগে একাত্তরের ক্যামেরায় ধরা পড়ে নয়নের শেষ মুহূর্তের লড়াইয়ের ছবি।

জীবন কতোটা ‘অনিশ্চিত’ তার বড় উদাহরণ হয়ে থাকবে সেই ছবি। মৃত্যুর ঠিক এক মিনিট আগের একটি ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, ফায়ার ফাইটার আগুন নেভানোর পানির হোসপাইপ কাঁধে নিয়ে পাগলের মতো সচিবালয়ের সাত নম্বর ভবনের দিকে দৌড়ে যাচ্ছেন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন (২৪)।

তিনি ছিলেন ফায়ার সার্ভিসের একজন দক্ষ কর্মী। দু’বছরের চাকরি জীবনে দূরদর্শী কর্ম-দক্ষতায় তিনি ফায়ার সার্ভিস স্পেশাল টিমে স্থান করে নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে সচিবালয়ের পাশ থেকে পানির পাইপ কাঁধে ফায়ার সার্ভিসের গাড়িতে সংযোগ দিতে এসেছিল নয়ন।

তখন বেপরোয়া ট্রাক মুহূর্তেই নিভিয়ে দেয় ২৪ বছরের নয়নের জীবন প্রদীপ। বুধবার রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী নয়ন তখন আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।

সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত নয়নকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রংপুরের মিঠাপুকুর উপজেলার নয়ন ফায়ার সার্ভিসে যোগ দেন দু’বছর আগে। সকালেই ছুটিতে তার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিলো। রাতে ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। এখন বাড়ি ফিরছে তার নিথর দেহ।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে জানাজা শেষে নয়নকে বিদায় দেন সহকর্মীরা। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে বীরের বেশে এমন যাত্রা কজনেরই বা ভাগ্যে জোটে। তবে এমন মৃত্যুতে দায় আছে রাষ্ট্রেরও।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তর প্রাঙ্গণে নয়নের জানাজা তার শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই। সহকর্মীরা নিহত নয়নের কর্মদক্ষতার বিভিন্ন স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত হয়ে পড়েন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ফায়ার সার্ভিসের মাঠ পর্যায়ের কর্মীরা।

এর আগে দুপুরে জাতীয় পতাকায় মোড়ানো ফায়ার ফাইটার নয়নের মরদেহ জানাজার জন্য ফায়ার সার্ভিস সদরদপ্তরে আনা হয়। জানাজার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ফায়ার ফাইটার নয়নকে শ্রদ্ধা জানান। এরপর তাকে রাষ্ট্রীয় সম্মাননায় বিদায় জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নয়নের বয়স খুবই কম ছিল। তিনি মাত্র দুই বছর ধরে ফায়ার সার্ভিসে চাকরি করেন। কর্তব্যরত অবস্থায় তিনি মারা যান, তার মা-বাবার যে কী অবস্থা সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিছুদিন আগে সিলেটে থেকে পোস্টিং হয়ে ঢাকায় এসেছেন। তিনি খুবই দক্ষ ফায়ার ফাইটার ছিলেন। তাই তাকে স্পেশাল টিমের জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগার পরেও ট্রাক কেন ওখান দিয়ে যেতে দেওয়া হলো, যে ট্রাকের ধাক্কায় ফায়ার ফাইটার মারা গেলেন। এটা ব্যর্থতা কিনা, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো ব্যর্থতাই। কারণ ট্রাক ওখানে চলাচল করতে দেওয়া উচিত ছিল না। তবে আমরা ট্রাকচালককে ধরে ফেলেছি। তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।

এদিকে, ছেলে ছুটিতে বাড়ি ফিরবে সেই আনন্দ এখন আর নেই মা বাবার। মিঠাপুকুরের বড়বালা ইউনিয়ন জুড়ে শোকের মাতম। নয়নকে শেষ বিদায়ের দিতে প্রস্তুতি নিচ্ছে একমাত্র বোন আর স্বজনরা। আগুনের ঘটনার শুরুতেই সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ করা হলে হয়তো এভাবে প্রাণ হারাতো না নয়ন। ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

 

এআরএস
দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।
আয়করের এক যুগ্ম কমিশনারের বিলাসী জীবনের গল্প এখন ‘টক অব দ্য এনবিআর’। মাসে ৮০ হাজার টাকা বেতন পাওয়া এই কর্মকর্তা থাকেন দেশের সবচেয়ে বিলাসবহুল এলাকা বারিধারার কূটনৈতিক জোনে প্রায় ১২ কোটি টাকার...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
রোজায় সেহরি ইফতারি এমনকি গৃহস্থালির কাজে মিলছে না পানি। গত ১০ দিন ধরে পানির জন্য হাহাকার রাজধানীর শেওড়াপাড়ায়। বাইরে বাড়তি দামেও মিলছে না পানি।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত