কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একইসঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে সংগঠনটি।
রোববার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
এ সময় ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তৌহিদকে হত্যার নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে।
আর ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রশাসনে তৎপর। এক মাসের মধ্যে তাদের অপসারণ করতে হবে।
তৌহিদুল হত্যার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানান তিনি।
আর যেন যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী খুন না হন, সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আইনজীবী ফোরামের নেতারা।