সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১১

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

ঢাকার আশুলিয়ায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাড়িতে সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষ্যে বাড়িটিতে চলছিলো পিঠা বানানোর উৎসব। পিঠা বানানোর সময় হঠাৎই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন। 

দগ্ধদের উদ্ধার করে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

চিকিৎসকরা জানান, ১১ জনের মধ্যে আটজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। এর মধ্যে দু’জন ৯৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন যাদের রাখা হয়েছে আইসিইতে। 

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আরবিএস
রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো। 
রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই দুর্ঘটনায় চিকিৎসা নিচ্ছেন একই পরিবারের দুই শিশুসহ আরও চার জন। চিকিৎসকের ভাষ্য, সবার অবস্থাই আশঙ্কাজনক।
বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় আসামি এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি বুধবার (১৬ জুলাই)।
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত