পবিত্র রজমান মাসে মোহাম্মদপুরে গ্রাহক ঠকিয়ে মুরগি বিক্রি হচ্ছে। টাউনহল মার্কেটে অভিযানে দেখা গেছে, এখানে সোনালী মুরগিকে দেশি এবং ব্রয়লার মুরগির আরেক জাত কালার বার্ডকে সোনালী বলে বিক্রি করা হচ্ছে। দামও অনেক।
শুক্রবার (৭ মার্চ) ওই মার্কেটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে কারসাজির এমন চিত্র সামনে উঠে আসে।
সরেজমিন, মুরগির নির্ধারিত দামের চেয়েও বেশি দাম রাখতে দেখা গেছে বেশ কয়টি দোকানে। বেশ কিছু বিক্রেতা দেখাতে পারেনি মুরগি কেনার রশিদ। এছাড়া নোংরা পরিবেশে মুরগির বিক্রির অভিযোগেও একটি দোকানকে জরিমানা করা হয়।
এদিন মুরগির নাম ও দাম নিয়ে কারসাজির অভিযোগে একটি দোকানকে ৩০ হাজার, দাম নিয়ে কারসাজির অভিযোগে এক দোকানকে পাঁচ হাজার ও নোংরা পরিবেশে মুরগির বিক্রির অভিযোগে এক দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।